আধা ট্যাঙ্ক তেল ভরুন আপনার গাড়িতে। বাইরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। তেল সংস্থাগুলো বলছে এই সময় বেশি তেল ভরবেন না আপানার গাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে এই মেসেজ ছড়িয়ে পড়েছে।
সেই মেসেজে বলা হয়েছে, ইন্ডিয়ান অয়েল থেকে সতর্ক করা হয়েছে গাড়িতে পুরো ট্যাঙ্ক তেল ভরবেন না। বাইরে যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে গাড়ি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটতে পারে। ওই মেসেজে আরও লেখা হয়েছে, যত পারুন এই সতর্কবার্তা শেয়ার করুন। সোশ্যাল মিডিয়ায় তার পর থেকেই এই ভুয়ো মেসেজ ছড়িয়ে পড়ায় আসরে নামতে হয় ইন্ডিয়ান অয়েলকে। তারাও পাল্টা ঘোষণা করেন, সংস্থার নামে একটা ভুয়ো মেসেজ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এ রকম বয়ান ইন্ডিয়ান অয়েল দেয়নি। ঠান্ডা হোক বা গরম গাড়ি সংস্থাগুলি যতটা তেল ভরার জন্য বলেছে, ততটাই তেল ভরুন। গুজবে কান দেবেন না।
আরও পড়ুন...