Narendra Modi

মোদীকে প্রশ্ন সনিয়ার

কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের সনিয়ার এই প্রশ্নই তুলে ধরতে বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মে ২০২০ ০৫:৩২
Share:

ফাইল চিত্র।

তৃতীয় দফার লকডাউন শেষে ১৭ মে-র পরে কী হবে? মোদী সরকারকে প্রশ্ন ছুড়লেন সনিয়া গাঁধী। আজ কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সনিয়া প্রশ্ন তোলেন, “১৭ মে-র পরে কী হবে? কেমন পরিস্থিতি হবে? কত দিন লকডাউন চালাতে হবে, তা সরকার কোন মাপকাঠিতে ঠিক করবে?”

Advertisement

কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের সনিয়ার এই প্রশ্নই তুলে ধরতে বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। তাঁর কথায়, “সনিয়াজি ঠিকই বলছেন। আমাদের জানা দরকার, তৃতীয় দফার লকডাউনের পরে কী হবে? মুখ্যমন্ত্রীদের প্রশ্ন করা উচিত, দেশকে লকডাউন থেকে বার করে আনতে কংগ্রেস কী সিদ্ধান্ত নিচ্ছে?”

সনিয়া-মনমোহনের কথা শুনে রাজস্থানের অশোক গহলৌত, পঞ্জাবের ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ, ছত্তীসগঢ়ের ভূপেশ বঘেল, পুদুচেরির ভি নারায়ণস্বামীর মতো কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা জানান, কেন্দ্র রাজ্যগুলিকে কোনও আর্থিক সাহায্য করছে না। এ দিকে কোন এলাকা রেড জ়োনে পড়ছে, কোনটাই বা অরেঞ্জ বা গ্রিন জ়োনে পড়ছে, সে বিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। অমরেন্দ্র বলেন, “সনিয়ার সিদ্ধান্ত মেনে পঞ্জাব সরকার পরিযায়ী শ্রমিকদের ভাড়া মেটাতে ৮৫ কোটি টাকা বরাদ্দ করেছে। যাত্রী পিছু রেল ৮৭০ টাকা ভাড়া আদায় করছে।” নারায়ণস্বামী বলেন, “বাস্তবের জমিতে কী হচ্ছে, তা না জেনেই দিল্লিতে বসে জ়োন ভাগের সিদ্ধান্ত হচ্ছে। গহলৌত প্রশ্ন তোলেন, বড় মাপের ‘স্টিমুলাস প্যাকেজ’ না-মিললে গোটা দেশ বা রাজ্যগুলি চলবে কী করে?”

Advertisement

আরও পড়ুন: নয়া ভাবমূর্তি গড়তে নেমেছেন রাহুল

পি চিদম্বরমও মত দেন, রাজ্যের অর্থের অভাব সত্ত্বেও কেন্দ্র কেন সাহায্য করছে না, তা নিয়ে সরব হওয়া দরকার। প্রধানমন্ত্রী ফের বৈঠক ডাকলে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা ফের প্রশ্ন তুলবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: কুৎসা রটাচ্ছে কেন্দ্র, সরব তৃণমূল

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement