গত বছর ছিল দ্বিতীয় স্থান। এ বার সবাইকে টপকে মানব ও শিশু পাচারে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ। সার্বিক ভাবে মহিলাদের উপর অত্যাচারের প্রশ্নে গোটা দেশে রাজ্য দ্বিতীয় স্থানে থাকলেও, জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট (২০১৬) বলছে, গত এক বছরে পশ্চিমবঙ্গের স্ত্রী-রাই সব থেকে বেশি ঘরোয়া হিংসার শিকার হয়েছেন। অভিযোগের তির মূলত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের দিকে। তবে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয়। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গত এক বছরে গোটা দেশেই মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা প্রায় ২.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সার্বিক অপরাধ করার প্রশ্নে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কিংবা দিল্লি এখনও এগিয়ে থাকলেও, মহিলাদের উপর হিংসায় পশ্চিমবঙ্গ যে দেশের অন্য রাজ্যের থেকে পিছিয়ে নেই, বরং বেশ কিছু ক্ষেত্রে এক নম্বরে তা আজ স্পষ্ট করে দিয়েছে ক্রাইম রেকর্ডস ব্যুরোর বাৎসরিক সমীক্ষা। রিপোর্ট অনুযায়ী, গোটা দেশের ৪৪ শতাংশ মানব পাচারের ঘটনা (৩৫৭৯টি) ঘটেছে পশ্চিমবঙ্গে। যাদের অধিকাংশই কিশোরী ও তরুণী। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, দালালদের মাধ্যমে ওই তরুণীদের অধিকাংশকে নামানো হয়েছে যৌন ব্যবসায়।
বাদ যাচ্ছে না শিশুরাও। গোটা দেশে গত এক বছরে যে ১,১১,৫৬৯টি শিশু নিখোঁজ হয়েছে, তার ১৫ শতাংশই পশ্চিমবঙ্গের। কয়েক বছর ধরে দিল্লি ও সংলগ্ন উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে পশ্চিমবঙ্গের শিশু ও কিশোরীদের উদ্ধারের কাজ করছে ‘নারী শক্তি বাহিনী’। সংস্থার অন্যতম কর্তা ঋষিকান্তের কথায়, ‘‘এই রিপোর্টে অবাক হচ্ছি না। তবে বাস্তবে সংখ্যাটা আরও বেশি। রোজই মালদহ, মুর্শিদাবাদ কিংবা দক্ষিণ ২৪ পরগণার গ্রামগুলি থেকে দালালরা শিশু-কিশোরীদের তুলে এনে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, এমনকী কাশ্মীরে পাচার করে দিচ্ছে। এক দল পৌঁছে যাচ্ছে মুম্বই হয়ে দুবাই।’’ তবে পশ্চিমবঙ্গের সংখ্যা বেশি হলেও এর একটি ভাল দিকও রয়েছে বলেই মনে করছেন ক্রাইম রেকর্ডস ব্যুরোর আধিকারিকেরা। তাঁদের মতে, ‘‘অন্তত পশ্চিমবঙ্গে অভিযোগ দায়ের হচ্ছে। বহু রাজ্যে তা-ও হয় না।’’
এক দিকে পাচার আর অন্য দিকে স্বামী-শ্বশুরবাড়িতে নিগ্রহের প্রশ্নেও এক নম্বরে রাজ্য। গোটা দেশে স্বামী ও শ্বশুরবাড়ির হাতে অত্যাচারের যে ১.১০ লক্ষের সামান্য বেশি অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে ১৯,৩০২টি অভিযোগ। যা গোটা দেশের প্রায় ১৮ শতাংশ। তবে ধর্ষণ বা মহিলাদের অপহরণের ঘটনায় যথাক্রমে এক নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সার্বিক অপরাধের খতিয়ানে গত এক বছরে প্রথম স্থানে পেয়েছে উত্তরপ্রদেশ। তার সঙ্গে পাল্লা দিয়েছে দুই বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র।