রাষ্ট্রপুঞ্জের ‘সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য’ পূরণে কোন রাজ্য কেমন কাজ করছে, তা নিয়ে সমীক্ষায় এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। প্রতীকী ছবি।
বরাবরের মতোই কেরল প্রথম স্থানে। শেষ সারিতে বিহার, উত্তরপ্রদেশ, অসম, ঝাড়খণ্ডের মতো রাজ্য। এরই মধ্যে রাষ্ট্রপুঞ্জের ‘সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য’ পূরণে কোন রাজ্য কেমন কাজ করছে, তা নিয়ে সমীক্ষায় এগিয়ে গেল পশ্চিমবঙ্গ।
এক বছর আগেও গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ ছিল ১৭তম স্থানে। আজ নীতি আয়োগ যে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে, তাতে পশ্চিমবঙ্গ উঠে এসেছে ১৩তম স্থানে। মোদী সরকারের ‘থিঙ্ক ট্যাঙ্ক’ নীতি আয়োগের পরীক্ষায় সামগ্রিক মাপকাঠিতে জাতীয় স্কোর ও পশ্চিমবঙ্গের স্কোর সমান। আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমার বলেন, ‘‘পশ্চিমবঙ্গ আমাদের সূচকে খুবই ভাল ফল করেছে। তবে পশ্চিমবঙ্গের শিক্ষার যে স্তর, তাতে রাজ্যের প্রথম তিনটি স্থানে থাকা উচিত।’’
পাঁচ বছর আগে রাষ্ট্রপুঞ্জ গোটা বিশ্বের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ২০৩০-এর জন্য ১৭টি লক্ষ্য বা ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’ (এসডিজি) স্থির করে। অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক উন্নয়নের কথা ভেবে ১৯৩টি দেশ মিলে বিস্তারিত আলোচনার পরে এই লক্ষ্যগুলি ঠিক হয়। সেই লক্ষ্য পূরণের দিকে কোন রাজ্য কেমন কাজ করছে, গত বছর থেকে তারই সমীক্ষা শুরু করেছে নীতি আয়োগ। এই বিষয়ে আয়োগের উপদেষ্টা সংযুক্তা সমাদ্দার বলেন, ‘‘আমাদের বিশ্বাস, যে কাজের বিচার হয়, সেই কাজেরই রূপায়ণ হয়। ভারতেই প্রথম রাজ্য স্তরে সরকারের নেতৃত্বে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণের কাজ হচ্ছে। এসডিজি ইন্ডিয়া ইনডেক্স-২০১৯ তারই মাধ্যম।’’
আরও পড়ুন: বেসরকারি ট্রেন কি উত্তর পূর্ব রেলেও
নীতি আয়োগের রিপোর্ট বলছে, সুস্বাস্থ্য, পরিশ্রুত পানীয় জল ও নিকাশি, অসাম্য দূরীকরণ, ভদ্রস্থ জীবিকা ও আর্থিক বৃদ্ধির মাপকাঠিতে পশ্চিমবঙ্গ প্রথম সারিতে থাকা রাজ্যগুলির মধ্যে রয়েছে। সংযুক্তা জানান, রাষ্ট্রপুঞ্জের তিনটি লক্ষ্য, পুষ্টি, ক্ষুধার নিবৃত্তি, লিঙ্গ বৈষম্য দূরীকরণের মতো মাপকাঠিতে দেশের ছবিটা ভাল নয়। রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে ক্ষুধার নিবৃত্তির কাজে পশ্চিমবঙ্গ মোটামুটি ভাল ফল করেছে। কিন্তু লিঙ্গ বৈষম্য দূরীকরণে পশ্চিমবঙ্গ পিছনের সারির রাজ্যগুলির মধ্যেই আটকে রয়েছে।
কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ
নীতি আয়োগের এসডিজি ইনডেক্স-২০১৯
• জাতীয় স্কোর ৬০
• পশ্চিমবঙ্গের স্কোর ৬০
• গোটা দেশে স্থান ১৩
যে সব ক্ষেত্রে প্রথম সারিতে
• স্বাস্থ্য • শান্তি • বিচার
• পরিস্রুত পানীয় ও জল ও নিকাশি
• ভদ্রস্থ কাজকর্ম ও আর্থিক বৃদ্ধি
• শিল্প-পরিকাঠামো-উদ্ভাবন
• অসাম্য দূরীকরণ
• পরিবেশের ভারসাম্য
• মজবুত প্রতিষ্ঠান
যে সব ক্ষেত্রে মোটামুটি
ভাল ফল
• দারিদ্র দূরীকরণ
• ভাল মানের শিক্ষা
• সস্তায় পরিবেশ-বান্ধব জ্বালানি
• সুস্থায়ী আর্থিক কর্মকাণ্ড
যে সব ক্ষেত্রে পিছনের সারিতে
• ক্ষুধার নিবৃত্তি
• লিঙ্গবৈষম্য দূরীকরণ
• পরিবেশ-বান্ধব শহর
• জলবায়ু রক্ষা
• সামুদ্রিক পরিবেশ
কী ভাবে এই রিপোর্ট তৈরি হয়েছে? সংযুক্তা বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জের ১৭টির মধ্যে ১৬টি লক্ষ্য পূরণের কাজ বোঝার জন্য ১০০টি মাপকাঠিতে কোথায় কে কতখানি উন্নতি করছে, তা দেখা হচ্ছে।’’ গত বছরও কেরল প্রথম স্থানে ছিল। দ্বিতীয় স্থানে রয়েছে হিমাচল প্রদেশ। অন্ধ্র, তামিলনাড়ু ও তেলঙ্গানা একসঙ্গে তৃতীয় স্থানে। গত এক বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে ওড়িশা ও সিকিম।