প্রতীকী ছবি
বিচার ব্যবস্থার পরিস্থিতি বদলাতে সব রাজ্যের তুলনায় অনেক বেশি সদিচ্ছা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ। আজ টাটা ট্রাস্ট-এর নেতৃত্বে একগুচ্ছ অসরকারি সংস্থার তৈরি ‘ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট’ প্রকাশিত হয়েছে। সরকারি তথ্য বিশ্লেষণ করেই এই রিপোর্টে বিচারব্যবস্থায় ন্যায় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোন রাজ্য কোথায় দাঁড়িয়ে, তার তালিকা তৈরি হয়েছে। বিচারব্যবস্থায় ন্যায় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ও মাঝারি মাপের রাজ্যগুলির তালিকায় পশ্চিমবঙ্গের স্থান ১২। বিচারবিভাগ, কারাগার, পুলিশ ও আইনি সহায়তা— এই চারটি মাপকাঠির বিচারে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। তবে পরিস্থিতি বদলাতে কোন রাজ্য কতখানি সদিচ্ছা দেখাচ্ছে, সেই হিসেবে পশ্চিমবঙ্গ রয়েছে প্রথম স্থানে।
সামগ্রিক ভাবে দেশের বিচার ব্যবস্থার ছবি যে মোটেই ভাল নয়, তা এই রিপোর্ট থেকে স্পষ্ট। রিপোর্ট বলছে, সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি সাহায্য পাইয়ে দিতে বছরে মাথাপিছু মাত্র ৭৫ পয়সা খরচ করছে সরকার।