Sukanta Majumder

BJP: পশ্চিমবঙ্গে বেহাল দল, সিকিমের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে সুকান্ত

সূত্রের মতে, রাজ্যে পুর ভোটের আগে দলের ভাঙন আটকানো, টিকিট বণ্টনের বিষয়গুলি নিয়েও কথা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ০৬:০৩
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সামনে পুর ভোট। অথচ আজ দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ২০২৩ সালের সিকিমের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সিকিমের দায়িত্বে থাকা সুকান্ত মজুমদার। আজ সুকান্তবাবুর ঘনিষ্ঠ শিবির থেকে দাবি করা হয়েছে, দিনভর সিকিম নিয়ে বৈঠক করেছেন রাজ্য সভাপতি। যদিও সূত্রের মতে, রাজ্যে পুর ভোটের আগে দলের ভাঙন আটকানো, টিকিট বণ্টনের বিষয়গুলি নিয়েও কথা হয়েছে।

Advertisement

গতকাল সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন সুকান্ত। আজ বিজেপি দফতরে গিয়ে তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সিকিম নিয়ে আলোচনা করেছেন বলে জানানো হয়। যদিও বিজেপি সূত্র জানিয়েছে, রাজ্যে দলের ভাঙন কী ভাবে রোখা যায়, তা নিয়েও কথা হয়েছে। এ ছাড়া পুরভোটে সুষ্ঠু ভাবে আসন বণ্টনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপি নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে আসন বিক্রির যে অভিযোগ দলের মধ্য থেকে উঠেছে, সেই আবহে বৈঠকটি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement