BJP

স্কুলের শৌচাগারে খালি হাতে প্যান পরিষ্কার করলেন সাংসদ

সে সময় সঙ্গে শৌচালয় পরিষ্কার করার মতো কেউ ছিলেন না। ছিল না কোনও উপকরণও। এ সবের তোয়াক্কা না করে খালি হাতেই শৌচাগার থেকে মাটি পরিষ্কার করতে শুরু করেন সাংসদ।

Advertisement

সংবাদ সংস্থা

রেওয়া (মধ্যপ্রদেশ) শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩১
Share:

ছবি সাংসদের টুইটারের সৌজন্যে।

মাটি জমে বন্ধ হয়ে গিয়েছে। জল যাচ্ছে না। তাই পড়ুয়ারা শৌচালয় ব্যবহার করতে পারছে না। স্কুল পরিদর্শনে গিয়ে এ কথা শুনতে পান স্থানীয় বিজেপি সাংসদ জনার্দন মিশ্র।

Advertisement

এ কথা শুনে এক মুহূর্ত অপেক্ষা করেননি তিনি। সটান চলে যান স্কুলের শৌচালয়ে। বিষয়টা নিজের চোখে দেখেন। সে সময় সঙ্গে শৌচালয় পরিষ্কার করার মতো কেউ ছিলেন না। ছিল না কোনও উপকরণও। এ সবের তোয়াক্কা না করে খালি হাতেই শৌচাগারের প্যান থেকে মাটি পরিষ্কার করতে শুরু করেন সাংসদ।

ঘটনাটি গত বৃহস্পতিবারের। মধ্যপ্রদেশের রেওয়ার খাজুয়া গ্রামে বিজেপি সাংসদের শৌচালয় পরিষ্কারের ভিডিও এখন রীতিমতো ভাইরাল। সংবাদ সংস্থা এএনআই সেই ভিডিও টুইট করার পর ইতিমধ্যেই ১৮০০-এর বেশি শেয়ার হয়ে গিয়েছে। লাইক হয়েছে তিন হাজারের বেশি।

Advertisement

আরও পড়ুন: ক্লাসে পড়ুয়ার বদলে ছাগল! পরিদর্শনে গিয়ে চমকে উঠলেন শিক্ষামন্ত্রী

কেবল শৌচালয় পরিষ্কার নয়, স্বচ্ছ ভারত প্রকল্পের অংশ হিসেবে এর আগেও একাধিক উদ্যোগ নিতে দেখা গিয়েছে এই বিজেপি সাংসদকে। যেমন, গত মাসে নই গঢ়ী এলাকার একটি প্রাথমিক স্কুল পরিদর্শনে গিয়েছিলেন জনার্দন মিশ্র। কিন্তু, সেখানে গিয়ে দেখেন অনেক পড়ুয়া স্নান না করে স্কুলে এসেছে। সময় নষ্ট না করে পড়ুয়াদের স্নানের ব্যবস্থা করেন খোদ সাংসদ। নিজেই স্নান করিয়ে দেন পড়ুয়াদের। সেই ভিডিও-ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement