CPM

হাসপাতালে ভি এস 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ০৬:২৬
Share:

ভি এস অচ্যুতানন্দন। ছবি সংগৃহীত।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা ভি এস অচ্যুতানন্দন। তিরুঅনন্তপুরমের একটি হাসপাতালে সোমবার ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইসিইউ-এ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভি এসের গ্যাস্ট্রোএন্টারাইটিসের সমস্যা রয়েছে। সেই সঙ্গেই সোডিয়াম-পটাসিয়ামের মাত্রা ওঠানামা করছে। মাত্র ১০ দিন আগেই ৯৮-এ পা দিয়েছেন সিপিএমের প্রবীণ এই নেতা। বছরদুয়েক আগে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। সেই ধাক্কা অল্পের উপর দিয়ে গেলেও তার পর থেকে বাড়ি থেকে বেরোন না তিনি। কেরলের প্রশাসসিক সংস্থার কমিশনের চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন এ বছরের গোড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement