Assembly Elections 2024

বিকেল ৫টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়ল ৫৮.২২ শতাংশ, সবচেয়ে কম মুম্বইয়ে, ঝাড়খণ্ডে ভোটের হার ৬৭.৫৯ শতাংশ

বিকেল ৫টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ। ঝাড়খণ্ডে ভোটদানের হার ৬৭.৫৯ শতাংশ। মহারাষ্ট্রের শহরাঞ্চলগুলির মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মুম্বইয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৯:৩৫
Share:

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্বের বিভিন্ন মুহূর্ত। —ফাইল চিত্র।

মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড উভয় রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ। ঝাড়খণ্ডে ভোটদানের হার ৬৭.৫৯ শতাংশ। মহারাষ্ট্রের শহরাঞ্চলগুলির মধ্যে ভোটদানের হার সবচেয়ে কম মুম্বইয়ে। বিকেল ৫টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪৯ শতাংশ। গত বিধানসভা নির্বাচনে মুম্বইয়ে ভোট পড়েছিল ৪৮.৪ শতাংশ। এ বার তার থেকে সামান্য বেশি ভোট পড়ল সেখানে। তবে এ বারও বিকেল ৫টা পর্যন্ত মুম্বই শহরে ভোটদানের হার ৫ শতাংশের নীচেই আটকে রইল। যদিও ভোটদানের চূড়ান্ত হার প্রকাশ্যে আসা এখনও বাকি। মহারাষ্ট্রে ভোটদানের হার বরাবরই ধারাবাহিক ভাবে কমের দিকেই থাকে। গত চারটি বিধানসভা নির্বাচনে (২০০৪-২০১৯) মহারাষ্ট্রে ভোট প়ড়েছিল ৬৩ শতাংশ, ৫৯ শতাংশ, ৬৩.৫ শতাংশ এবং ৬১.৫ শতাংশ।

Advertisement

ভোটগ্রহণকে কেন্দ্র করে অল্পবিস্তর অভিযোগ ছাড়া মোটের উপর সুষ্ঠু ভাবেই মিটেছে দুই রাজ্যের বিধানসভা ভোট। ঝাড়খণ্ডের মধুপুরে ভোটের সময় পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে এক প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। পরে ওই ভোটকর্মীকে সরিয়ে দেওয়া হয়। যদিও প্রশাসন জানিয়েছে, তিনি ভোটদানের জায়গায় খুব কাছে দাঁড়িয়েছিলেন। যা কমিশনের নিয়ম বিরুদ্ধ। সেই কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

একই ছবি মহারাষ্ট্রেও। সেখানেও ছোটখাট কিছু গোলমালের অভিযোগ ছাড়া শান্তিপূর্ণ ভাবেই মিটেছে ভোটগ্রহণ। ওয়ার্ধা জেলায় শরদ গোষ্ঠীর কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেছে বিজেপি। পার্লে বিধানসভাতেও শরদ গোষ্ঠীর এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেখানে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভাঙুচর চলেছে বলেও অভিযোগ।

Advertisement

মহারাষ্ট্রে মোট ২৮৮টি বিধানসভা আসন রয়েছে। বুধবার এক দফাতেই সব আসনে ভোটগ্রহণ হয়। বুধবার ঝাড়খণ্ডে ছিল দ্বিতীয় দফার ভোট। পড়শি রাজ্যে ৮১টি বিধানসভা আসনের মধ্যে ৩৮টিতে ভোটগ্রহণ হয়। আগে ১৩ নভেম্বর ঝাড়খণ্ডের বাকি ৪৩ আসনে ভোটগ্রহণ হয়েছে। মহারাষ্ট্রে এ বার মূলত দ্বিমুখী লড়াই। এক দিকে বিজেপি, শিবসেনার শিন্ডে গোষ্ঠী এবং এনসিপির অজিত গোষ্ঠীর জোট। অন্য দিকে কংগ্রেস, শিবসেনার উদ্ধব গোষ্ঠী এবং এনসিপির শরদ গোষ্ঠীর জোট। পাশাপাশি কিছু ছোট আঞ্চলিক দলও রয়েছে। দুই প্রধান প্রতিপক্ষের লড়াইয়ের মাঝে ছোট আঞ্চলিক দলগুলি কতটা ছাপ ফেলতে পারে, সে দিকেও নজর থাকছে। ঝাড়খণ্ডের নির্বাচনেও মূলত লড়াই দ্বিমুখী। এক দিকে ‘ইন্ডিয়া’ এবং অন্য দিকে ‘এনডিএ’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement