Dalit Woman Body Recovered

বস্তা থেকে দলিত মহিলার নগ্ন দেহ উদ্ধার উত্তরপ্রদেশে! পরিবারের দাবি, বিজেপিকে সমর্থন করায় খুন

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে তাদের কাছে খবর আসে কানজারা নদীসেতুর পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেছেন স্থানীয়েরা। বস্তার ভিতর থেকে উঁকি মারছিল পায়ের কিছু অংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৫:৩৬
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক দলিত মহিলার নগ্ন দেহ উদ্ধার হল উত্তরপ্রদেশের মৈনপুরীতে। পরিবারের দাবি, মহিলাকে খুনের আগে ধর্ষণ করা হয়েছে। শুধু তা-ই নয়, তাদের আরও অভিযোগ, বিজেপিকে সমর্থন করার কথা প্রকাশ্যে বলেছিলেন বলেই মহিলাকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে।

Advertisement

বুধবার সকালে কারহাল এলাকায় একটি সেতুর পাশে বস্তার ভিতরে দলা পাকানো অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়। প্রসঙ্গত, বুধবার মৈনপুরীর কারহাল বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। তার আগে মহিলার দেহ উদ্ধারকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকায়। জানা গিয়েছে, কারহাল সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি। ১৯৯৩ সাল থেকে এখানে এসপি জিতছে।

মৃতার পরিবারের দাবি, কাকে ভোট দেবেন তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন মহিলা। বিজেপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর সে কারণেই তাঁকে খুন হতে হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পরই মঙ্গলবার রাতেই হুমকি দেওয়া হয় মহিলাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার রাতেই দুই সন্দেহভাজন ব্যক্তি মহিলাকে তাঁদের সঙ্গে নিয়ে যান। তার পরই বুধবার সকালে তাঁর নগ্ন দেহ উদ্ধার হয় বস্তার ভিতর থেকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে তাদের কাছে খবর আসে কানজারা নদীসেতুর পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেছেন স্থানীয়েরা। বস্তার ভিতর থেকে উঁকি মারছিল পায়ের কিছু অংশ। তা দেখেই এলাকায় হুলস্থুল পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলতেই মহিলার দেহ উদ্ধার হয়।

কারহাল বিধানসভা আসন থেকে লড়তেন এসপি প্রধান অখিলেশ যাদব। কিন্তু এ বার লোকসভা ভোটে জয়ী হওয়ায় ওই আসনটি ফাঁকা হয়ে যায়। এ বার এই আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন অখিলেশের ভাইপো তেজপ্রতাপ যাদব। আবার এই আসনে অনুজেশ যাদবকে প্রার্থী করেছে বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement