আজ ভোট দিয়েছেন বিরাট কোহালি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম।
৬টি রাজ্য এবং জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিসহ দেশের মোট ৫৯টি আসনে সকাল থেকে চলছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। এর মধ্যে দিল্লির সাতটি আসনেও ভোট হচ্ছে আজ। আর ভোটের দিনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হাল্কা রঙের টি-শার্ট পরে সকাল সকাল ভোট কেন্দ্রে হাজির হলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।
ভোট দেওয়ার পর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন বিরাট। তিনি ভোট দিয়েছেন গুরুগ্রাম কেন্দ্র থেকে। ওই কেন্দ্রের প্রায় ২২ লক্ষ ভোটার ২৪ জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ণয় করবেন।
ভোট কেন্দ্রে পৌঁছে লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। লাইনে অপেক্ষা করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। তার পরই অটোগ্রাফ দিয়ে ভক্তদের আবদার মেটান তিনি।
Voting is your right and responsibility towards nation building. Go vote. @ecisveep #GotInked
A post shared by Virat Kohli (@virat.kohli) on
অন্যদিকে রাষ্ট্রপতি ভবনের পোলিং বুথে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। দেখুন সেই ছবি-
আরও পড়ুন: শিশুকে খুবলে মারল কুকুর