Viral

Viral: ফের দেখা গেল ‘রহস্যময়ী’কে, এ বার পেঁয়াজ কাটার ভিডিয়ো ভাইরাল

এ বারের ভিডিয়োয় দেখা গিয়েছে, খাটিয়ার উপর বসে পেঁয়াজ কাটছেন কমবয়সি ওই মেয়েটি। হালকা বাদামি চোখের মেয়েটির পরনে সালোয়ার কামিজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৮:৫৬
Share:

ছবি: সংগৃহীত।

নামপরিচয় জানা নেই। কোথাকার বাসিন্দা, তা-ও বোঝা দায়। তবে তাঁর রুটি তৈরির ভিডিয়ো এবং মিষ্টি হাসিতে নেটদুনিয়ার অনেকেই মজে গিয়েছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিয়োর ‘রহস্যময়ী’কে ফের দেখা গিয়েছে ইনস্টাগ্রামের পাতায়। তা নিয়ে ফের শুরু হয়েছে মাতামাতি।

Advertisement

এ বারের ভিডিয়োয় দেখা গিয়েছে, খাটিয়ার উপর বসে পেঁয়াজ কাটছেন কমবয়সি মেয়েটি। হালকা বাদামি চোখের মেয়েটির পরনে সালোয়ার কামিজ। ওড়নায় জড়ানো মাথা খানিকটা ঢাকা। মাথা নিচু করে একমনে পেঁয়াজ কেটে চলছেন। মাঝে মধ্যে অন্য দিকে তাকাচ্ছেন। হঠাৎই ক্যামেরার দিকে মুখ ফিরিয়ে হেসে ফেললেন। ব্যস্! তাঁর এই ভিডিয়োই এই মুহূর্তে ভাইরাল নেটাগরিকদের মধ্যে। অজানা-অচেনা ওই মেয়েটির ভিডিয়ো ইতিমধ্যেই প্রায় ৫৪ হাজারের নেটাগরিকের পছন্দ হয়েছে। নিজেদের মধ্যে ভিডিয়োটি ছড়িয়ে দিতেও শুরু করেছেন অনেকেই।

ইনস্টাগ্রামে ওই মেয়েটিকে নিয়ে আস্ত একটি পাতাও তৈরি করেছেন জনৈক নেটাগরিক। ‘রহস্যময়ী’র মতোই তিনিও নিজের নামপরিচয় জানাননি। তবে তাঁর ইনস্টাগ্রামের পাতায় ওই মেয়েটিকে বার বার দেখা গিয়েছে। মেয়েটির রুটি তৈরির ভিডিয়োটি ইতিমধ্যেই ২ লাখের বেশি নেটাগরিক দেখে ফেলেছেন। এ বার তাঁর নতুন ভিডিয়ো নিয়েও শুরু হয়েছে হইচই! নেটমাধ্যমে খবর, মেয়েটির বাড়ি পাকিস্তানের কোনও প্রদেশে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement