Viral

হনুমান মূর্তির জন্য আড়াই কেজি সোনার মুকুট দিলেন আদিত্যনাথ

উত্তরপ্রদেশের শুকরাতালে গঙ্গার ধারে প্রায় ৭৫ ফুটের একটি মূর্তি রয়েছে হনুমানের। শুকরাতালে সেই হনুমান মূর্তি দর্শনও করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

সংবাদ সংস্থা

মুজফফরনগর শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৯:০৫
Share:

যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

হনুমানের মূর্তির জন্য আড়াই কেজি সোনার মুকুট দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বামী কল্যাণ দেবের মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে যোগ দিতে রবিবার শুকরাতাল জেলায় যান তিনি। সেখানেই তিনি এই মুকুট দান করেন।

Advertisement

উত্তরপ্রদেশের শুকরাতালে গঙ্গার ধারে প্রায় ৭৫ ফুটের একটি মূর্তি রয়েছে হনুমানের। শুকরাতালে সেই হনুমান মূর্তি দর্শনও করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার এই জেলায় প্রায় ১০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি।

গতবছর রাজস্থানে ভোট প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ হনুমানকে ‘দলিত’ বলেন। বলেন, ‘‘ভগবান হনুমান বনে বাস করতেন, দলিত ছিলেন তিনি। বজরঙ্গবলি, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভারতীয়দের একত্রিত করার কাজ করেছেন বলে মন্তব্য করেন আদিত্যনাথ। তাঁর এই ‘দলিত’ মন্তব্য নিয়ে সেই সময় বেশ বিতর্ক তৈরি হয়।

Advertisement

আরও পড়ুন : অবসর নিয়ে টেরিটোরিয়াল আর্মিতে কাজ করতে চান ধোনি

আরও পড়ুন : আল্লা সঙ্গে ছিলেন, বিশ্বকাপ জিতে বললেন অইন মর্গ্যান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement