Bee

Viral: ফুলের মাঝে লুকিয়ে আছে একটি মৌমাছি! দেখুন তো খুঁজে পান কি না

না, এখানে ব্যাঙ খুঁজতে হবে না। এই ছবিতে সূর্যমুখী ফুলের মাঝে লুকিয়ে আছে একটি মৌমাছি। দেখুন তো, সেই মৌমাছিকে ‘ধরতে’ পারেন কি না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ১৩:৩০
Share:

এই ছবিতেই লুকিয়ে আছে মৌমাছি।

এই প্রবাদবাক্যটা নিশ্চয়ই শুনেছেন ‘খড়ের গাদায় সুচ খোঁজা’! তবে এই ছবিতে খড়ও নেই, সুচও খুঁজতে হবে না। তবে চোখকে একটু পরখ করে নিতে পারেন বইকি।

শ্যাওলা উঠোনে ব্যাঙ খুঁজেছেন। খুঁজতে খুঁজতে হয়তো অনেকে পেয়েওছেন। আবার অনেকে পাননি। তবে চ্যালেঞ্জ নিয়েছেন নিশ্চয়ই। আবারও একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছেন কি?

Advertisement

না, এখানে ব্যাঙ খুঁজতে হবে না। এই ছবিতে সূর্যমুখী ফুলের মাঝে লুকিয়ে আছে একটি মৌমাছি। দেখুন তো, সেই মৌমাছিকে ‘ধরতে’ পারেন কি না।

অনেক সময় চোখের ভুলে সামনে থাকা জিনিস আমরা দেখতে পাই না। এই ছবিতেও সেই ভ্রম রয়েছে। সেই ভ্রমকে হারিয়ে মৌমাছি খোঁজাটাই একটা চ্যালেঞ্জ। তা হলে দেরি কেন, চ্যালেঞ্জটা নিয়েই ফেলুন না এক বার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement