উবরের প্রতীকী চিত্র।
২৮ বছরের তেজস্বিনী দিব্যা নায়েক। বাড়ি পুণেতে। কিন্তু কর্মসূত্রে তিনি থাকেন মুম্বইয়ে। সম্প্রতি পুণে থেকে মুম্বইয়ে ফেরার জন্য উবর বুক করেছিলেন। সেই উবরে ওঠার পর যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তা তিনি টুইট করে জানিয়েছেন নেটাগরিকদের।
পুণে থেকে মুম্বইয়ে আসার উবরে চেপে কিছু দূর আসার পর তিনি লক্ষ্য করেন, উবর চালক গাড়ি চালাতে চালাতেই ঢুলছেন। এ ভাবে বেশ কিছুক্ষণ চলার পর একবার দুর্ঘটনার মুখোমুখি হতে হতে বেঁচে যান তাঁরা। তার পর ওই চালককে গাড়ি থামাতে বলেন তেজস্বিনী। এর পর চালককে পাশের আসনে বসিয়ে নিজেই গাড়ি চালাতে শুরু করেন তিনি।
তিনি গাড়ি চালাচ্ছেন আর চালক পাশের আসনে অকাতরে ঘুমোচ্ছেন। এই ঘটনার ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘ভগবানকে ধন্যবাদ আমি এখনও বেঁচে রয়েছি। কারণ আমি ঘুমিয়ে যায়নি। আর আমি গাড়ি চালাতে জানি।’’ এর পরই উবরকে ট্যাগ করে তিনি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: সন্ন্যাস নিচ্ছেন না, সোশ্যাল মিডিয়ায় ফের চমক মোদীর
আরও পড়ুন: ছেলে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ডিউটি পুলিশ মায়ের