কানপুরের চা বিক্রেতা মহম্মদ মেহবুব মালিক। ছবি টুইটার থেকে সংগৃহীত।
দেশের বিভিন্ন প্রান্তে এ রকম প্রচুর মানুষ আছেন, যাঁরা অন্যের জন্য নিজেকে উৎসর্গ করেন। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রচারের আড়ালে থাকা সেই সব ব্যক্তিদের কথা মাঝেমধ্যেই আমাদের সামনে আসে। তেমনই সম্প্রতি সামনে এসেছে উত্তরপ্রদেশের কানপুরের এক চা বিক্রেতার কাহিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের টুইট চেনালো সেই চা বিক্রেতাকে।
বুধবার করা লক্ষ্মণের সেই টুইট অনুসারে, কানপুরের ওই চা বিক্রেতার নাম মহম্মদ মেহবুব মালিক। ছোট্ট চায়ের দোকান থেকে তাঁর যা রোজগার হয়, তাঁর ৮০ শতাংশই তিনি খরচ করেন এলাকার বাচ্চাদের পড়াশোনার জন্য। ওই এলাকার ৪০টি বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন ওই চা বিক্রেতা।
কানপুরের চা বিক্রেতাকে নিয়ে লক্ষ্মণের সেই টুইট এখন ভাইরাল। ২৮ হাজার লাইকের পাশাপাশি প্রায় তিন হাজার ইউজার শেয়ার করেছেন সেই পোস্টটি।
আরও পড়ুন: ‘ঝাড়ু-পোছা’, ‘কাপড়া ধোনা’! বাড়ির কাজের মহিলার ভিজিটিং কার্ড ভাইরাল
আরও পড়ুন: এত লম্বা খাট নেই! লখনউতে খেলা দেখতে এসে হোটেল জুটল না আফগান দর্শকের