Bihar

ট্রেনিং সম্পূর্ণ হওয়ার আনন্দে নাচছেন মহিলা পুলিশ কর্মীরা, দেখুন ভিডিয়ো

সেই ট্রেনিং পাশ করতেই নিজেদের মধ্যে আনন্দ উৎসবে মেতে উঠলেন মহিলা পুলিশ কর্মীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১১:২১
Share:

আনন্দে নাচছেন মহিলা পুলিশ কর্মীরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন আগেই। তার পর চাকরিতে ঢুকে ট্রেনিং। সেই ট্রেনিং পাশ করতেই নিজেদের মধ্যে আনন্দ উৎসবে মেতে উঠলেন মহিলা পুলিশ কর্মীরা। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

বিহারের সীতামারিতে রয়েছে পুলিশ লাইন। সেখানে পুলিশের ট্রেনিং দেওয়া হয়। ২০১৮-’১৯ ব্যাচের মহিলা পুলিশ নিয়োগের প্রক্রিয়ায় যাঁরা পাশ করেছেন, তাঁদের ট্রেনিং চলছিল। সেই ট্রেনিং শেষের পর গত ১০ ডিসেম্বর ছিল প্যারেড অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের পরই ভোজপুরি গানের তালে নাচতে দেখা গিয়েছে ওই মহিলা পুলিশদের।

জানা গিয়েছে, ৪৪৪ জন মহিলা পুলিশকর্মী পাশ করেছেন এই ট্রেনিং। এর পর কনস্টেবল হিসাবে কাজে যোগ দেবেন তাঁরা। পটনা, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া ও কিষাণগঞ্জ জেলার বিভিন্ন স্টেশনে জিআরপি (গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ) হিসাবে যোগ দেবেন এঁরা। দেখুন তাঁদের নাচের সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ৩২ কিলো দুধ দিয়ে পাকিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড সরস্বতীর! দেখুন ভিডিয়ো—

আরও পড়ুন: ম্যাচের বিরতিতে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন মিজোরামের ভলিবল খেলোয়াড়! মুগ্ধ নেটদুনিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement