Viral Video

সিএএ ও এনআরসি নিয়ে নৌকায় অভিনব প্রতিবাদ মৎস্যজীবীদের, দেখুন ভিডিয়ো

নৌকায় ভারতের জাতীয় পতাকা লাগিয়ে জলের মধ্যেই সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

কোঝিকোড় শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১২:১৬
Share:

নৌকায় করে প্রতিবাদ কেরলের জেলেদের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সিএএ ও এনআরসি নিয়ে সারা দেশ জুড়ে বিক্ষোভের আবহে প্রতিবাদের নতুন ধরন দেখালেন কেরলের মৎস্যজীবীরা। নৌকায় ভারতের জাতীয় পতাকা লাগিয়ে জলের মধ্যেই সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তাঁরা। সেই ঘটনার ভিডিয়ো ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

কোঝিকোড়ের চালিয়ম এলাকাতে গত ৯ ডিসেম্বর আয়োজিত হয়েছিল এই প্রতিবাদের। সেখানকার চালিয়ম জাঙ্কার জেটিতে জড়ো হয়েছিলেন মৎস্যজীবীরা। সেখান থেকে ফেরোকে পুথিয়াপালাম পর্যন্ত নৌকায় প্রতিবাদ করেন তাঁরা। নৌকায় বসে তাঁরা আওয়াজ তুলছিলেন, ‘‘কার জায়গা? আমাদের জায়গা’’, ‘‘কার ভারত? আমাদের ভারত’’।

এই প্রতিবাদের এক উদ্যোক্তা বলেছেন, ‘‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যা করছে তাঁর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ধর্ম নির্বিশেষে মৎসজীবীরা তাঁদের নৌকায় চড়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ঐশীরা অভিযুক্ত, কিন্তু মুখোশধারীরা? দিল্লি পুলিশের ভূমিকায় বিতর্ক

আরও পড়ুন: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন, উত্তরপ্রদেশে মৃত অন্তত ২০

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement