Telangana

ভয়ঙ্কর আগুন থেকে গরু-মোষদের বাঁচিয়ে প্রশংসিত দুই কনস্টেবল

সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তেলঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনারেল এম মহেন্দার রেড্ডি।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১১:০৪
Share:

আগুনের হাত থেকে গবাদি প্রাণীদের বাচাচ্ছেন পুলিশকর্মী। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

লকডাউনে পেট্রলিং করতে বেরিয়ে ছিল তেলঙ্গানার রাজকোন্ডা পুলিশের একটি দল। পথে রামান্নাপেটের ইসকিলা গ্রামে ফাঁকা জায়গায় থাকা একটি খাটালে আগুন দেখতে পান তাঁরা। তা দেখতে পেয়েই গাড়ি থামিয়ে সেখানে যান দুই কনস্টেবল। তাঁরা গিয়ে দেখেন, যেখানে খড়ে আগুন লেগেছে তার পাশেই গাছের সঙ্গে বাঁধা কয়েকটি গরু মোষ। সঙ্গে সঙ্গে দড়ি খুলে গবাদি পশুদের মুক্ত করেন তাঁরা।

Advertisement

সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তেলঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনারেল এম মহেন্দার রেড্ডি। সেটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘প্রস্তুত থাকলে যে কোনও কাজে ঝাঁপিয়ে পড়া যায়। বিপদের সময়ও যে কোনও চ্যালেঞ্জ নেওয়া যায়।’’

জানা গিয়েছে, ওই দুই পুলিশকর্মীর নাম রবিন্দার রেড্ডি ও ইয়াদাগিরি। ওই দু’জনের প্রশংসা করেছেন রাজকোন্ডা পুলিশ কমিশনারেটের কমিশনার মহেশ এম ভাগবত। তিনি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গবাদি প্রাণীদের প্রাণ বাঁচানোর জন্য পুরস্কৃত করা হবে তাঁদের। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৬৮৪ জন, দেশে মৃত ৭১৮

আরও পড়ুন: ডিএ বৃদ্ধি স্থগিত কেন্দ্রের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement