বাঘের লড়াই। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
এলাকা দখল নিয়ে শুধু রাজনৈতিক দল নয়, সংঘাতে জড়ায় বন্য প্রাণীরাও। সম্প্রতি এ রকমই এক ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
মধ্যপ্রদেশে রয়েছে কানহা টাইগার রিজার্ভ। সেই ন্যাশনাল পার্কেই এলাকা নিয়ে মারামারিতে জড়িয়ে ছিল দুই পূর্ণবয়স্ক বাঘ। ন্যাশনাল পার্কের কিসলি ও সারহি এলাকায় ঘুরছিল বাঘ দু’টি। সে সময়ই একে অপরের মুখোমুখি হয় তারা। তখনই বাধে যুদ্ধ।
সেই ঘটনার ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার প্রবীণ কাসওয়ান। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘গর্জন করে টেরিটোরিয়াল ফাইট হচ্ছে পূর্ণবয়স্ক দুই বাঘের।’’ ৬২ হাজার ইউজার ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।
সেখানে দেখা যাচ্ছে, মুখোমুখি দাঁড়িয়ে গর্জন করছে বাঘ দু’টি। বেশ কিছুক্ষণ গর্জন করতে করতে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল তারা। শুরু হল মারামারি। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: ২২ জানুয়ারি ফাঁসি নয় নির্ভয়া কাণ্ডের ৪ দোষীর, নির্দেশ দিল্লি হাইকোর্টের
আরও পড়ুন: বাদ সোশ্যাল মিডিয়া, আজ থেকে ধাপে ধাপে ইন্টারনেট পরিষেবা ফিরছে কাশ্মীরে