বরফের মধ্যে ভাঙরা নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
চারিদিকে পুরু বরফের আস্তরণ। গাছপালা ঢেকে গিয়েছে বরফে। ঝিরিঝিরি তুষারপাতও হচ্ছে। এর মধ্যেই দাঁড়িয়ে জনা দশেকের একটি ছাত্র দল। তাঁরা সকলেই শিখ। গায়ে জ্যাকেট ও মাথা। পাগড়ি পরে ওই তুষারপাতের মধ্যেই পঞ্জাবি গানের তালে ভাঙরা নাচছেন তাঁরা। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল ফেসবুকে। এই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ওই ছাত্রদল অমৃতসরের খালসা কলেজে পড়ে। সম্প্রতি তাঁরা ঘুরকতে গিয়েছিল হিমাচল প্রদেশের সোলাঙ ভ্যালিতে। সেখানেই তাঁরা বরফের মধ্যে ভাঙরা নেচেছেন সিমরান কৌর দাধলির গাওয়া পঞ্জাবি গান ‘সাহিবা’র সুরে।
খালসা কলেজের ফেসবুক পেজ থেকে আরলোড করার পর এই ভিডিয়ো দেখা হয়েছে তিন লক্ষেরও বেশি বার। এই ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে ওই ছাত্রদলকে। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: রাস্তায় মূত্র ত্যাগ রুখতে অভিনব পন্থা নিল বেঙ্গালুরু
আরও পড়ুন: বিদেশে সমকামী বিয়ে করেছেন স্বামী, প্রতারণার অভিযোগ আনলেন স্ত্রী