Mumbai

একটা গান, ২২টা ভাষা! ১৫ বছরের কিশোরীর দেশপ্রেমে মুগ্ধ নেট-দুনিয়া

গানটি গাওয়া হয়েছে মোট ২২টি ভাষায়। ‘বিবিধের মাঝে মিলন’-এর আদর্শ উদাহরণ হল এই  গান।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১০:৫২
Share:

১৫ বছরের আরশা মুখোপাধ্যায়। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

ভারতবর্ষ নিয়ে গান। দেশের সৌন্দর্য, দেশের প্রতি ভালবাসা ফুটে উঠছে সেই গানের ছত্রে, ছত্রে। গানটি গাওয়া হয়েছে মোট ২২টি ভাষায়। ‘বিবিধের মাঝে মিলন’-এর আদর্শ উদাহরণ হল এই গান।

Advertisement

১৫ বছরের কিশোরী আরশা মুখোপাধ্যায় গেয়েছে এই গান। মুম্বইয়ে থাকে সে। স্কুল থেকে প্রোজেক্ট বানাতে বলা হয়েছিল তাকে। সেই প্রোজেক্টের অঙ্গ হিসাবেই এই গান বানিয়েছে আরশা। বাবা-মা ছাড়াও সুরকার রাজা নারায়ণ দেব এই কাজে সাহায্য করেছেন তাঁকে।

ভারতবর্ষ কেমন ও আগামী দিনে ভারতবর্ষকে কেমন রূপে দেখতে চাই— এটাই আরশার গানের বিষয়। ভারতীয় সংবিধানের অষ্টম শিডিউলে যে ২২টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই সব ক’টি ভাষাতেই গাওয়া হয়েছে এই গান। গানটি প্রথমে লেখা হয়েছিল ইংরেজিতে। তার পর প্রায় চার মাস ধরে বিভিন্ন জনের সাহায্যে এটিকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে আরশা।

Advertisement

শুনুন সেই গান-

আরও পড়ুন: বাস স্টপের টিকিট মেশিনে চলছে অশ্লীল ভিডিয়ো!

আরও পড়ুন: কাদার মধ্যে পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি! দেখুন সেই ছবি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement