আমদাবাদের আবাসনে লাইভ পারফরম্যান্স। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
লকডাউনের জেরে ঘরবন্দি দেশের অধিকাংশ মানুষ। গুজরাতের আমদাবাদের হাউসিং সোসাইটির লোকজনও ঢুকে রয়েছেন ঘরে। এই হাউসিং সোসাইটির বাসিন্দাদের মনোরঞ্জনের জন্য ভাসত্রাপুর পুলিশ যে উদ্যোগ নিয়েছে তাতে বেজায় খুশি সেখানকার বাসিন্দারা।
বাসিন্দাদের মনোরঞ্জনের জন্য, শুক্রবার সেখানকার পুলিশ ভাড়া করেছিল একটি ডিজে লরি। সঙ্গে এসেছিলেন এক স্থানীয় গায়ক। পুলিশের উপস্থিতিতেই সেই গায়ককে দেখা গিয়েছে গিটার বাজিয়ে গান করেতে। কিশোর কুমার ও মহম্মদ রফির বিখ্যাত কয়েকটি গান গেয়েছেন তিনি।
ঘরবন্দির একঘেয়েমি কাটাতে এ রকম লাইভ পারফরম্যান্স দেখতে পেয়ে সেখাকার বাসিন্দারা আবাসনের ব্যালকনি থেকে হাততালি দিয়ে উৎসাহিত করেছেন। দেখুন সেই ভিডিয়ো—
ভাসত্রাপুরের পুলিস ইনস্পেক্টর ঘটনা নিয়ে বলেছেন, ‘‘একটি ডিজে ট্রাক ও গায়ক ভাড়া করেছিলাম আমরা। একঘেয়েমি কাটিয়ে আবাসনের বাসিন্দাদের মনোরঞ্জনের জন্যই এই ব্যবস্থা করেছি।’’
আরও পড়ুন: ৯-৯ এ মধুর খেলা! তোলপাড় সামাজিক মাধ্যম
আরও পড়ুন: ৯ মিনিটই চ্যালেঞ্জ বিদ্যুৎকর্তাদের