ব্যক্তির মাথায় ঢালা হচ্ছে কালি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সমালোচনা করেছিলেন এক ব্যক্তি। সেই পোস্টে করা মন্তব্যে কিছু কথা পছন্দ হয়নি শিবসেনার কর্মী সমর্থকদের। সে জন্য ওই ব্যক্তিকে ‘শাস্তি’ দিতে তাঁর গায়ে কালি ঢাললেন কিছু মহিলা শিবসেনা কর্মী। ঘটনাটি সম্প্রতি ঘটেছে বিদ এলাকায়। সেই ঘটনার ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
নিজের ফেসবুক পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সমালোচনা করতে গিয়ে ‘নালায়ক’ ও ‘উদ্ভাস্ট’ শব্দ দু’টি ব্যবহার করেছিলেন। তা নিয়েই আপত্তি শিবসেনা সমর্থকদের।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন মহিলা। ওই ব্যক্তি মোবাইলে কথা বলছেন কারও সঙ্গে। সে সময়ই এক জন মহিলা বোতল থেকে কালি ঢেলে দিলেন ওই ব্যক্তির সারা গায়ে। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: ‘আমি ভারতীয় কি না, তার প্রমাণ কাউকে দিতে যাব কেন?’