Christmas

আমজাদ আলির সরোদে জিঙ্গল বেল-এর সুর! ভাইরাল ভিডিয়ো

ক্রিসমাস ক্যারোলের জিঙ্গল বেলস গানের সুরে তাঁর সরোদ বেজে উঠতেই মোহিত হলেন বিশ্ববাসী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১১:৪০
Share:

উস্তাদ আমজাদ আলি খান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

তাঁর সরোদের সুরের মূর্ছনায় ভেসে যায় আপামর বিশ্ববাসী। চারিদিকে যখন বড়দিনের উৎসবের আবহ, তখন ফের তাঁর সরোদ সুর তুলল। ক্রিসমাস ক্যারোলের জিঙ্গল বেলস গানের সুরে তাঁর সরোদ বেজে উঠতেই মোহিত হলেন বিশ্ববাসী। তিনি উস্তাদ আমজাদ আলি খান, বিশ্বের অন্যতম সেরা সরোদবাদক।

Advertisement

জিঙ্গল বেলস-এর সেই ভিডিয়ো তিনি বুধবার আপলোড করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। সেখানে সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ক্রিসমাস আনন্দের সময়। অতীতকে মনে করে ভবিষ্যতের পথে এগোনোর সময়। শান্তি ও ভালবাসায় ভরে উঠুক চারিদিক।’

বুধবার সেই ভিডিয়ো আপলোড হওয়ার পর থেকে এখনও অবধি তা দেখা হয়েছে প্রায় ৪০ হাজার বার। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: এনপিআর: স্বস্তি দিচ্ছে না আইন

আরও পড়ুন: আজাদির ‘কর্তব্য’ শেখালেন মোদী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement