Jalandhar

কমেছে দূষণ, জলন্ধর থেকে দেখা গেল হিমাচলের বরফে ঢাকা পাহাড়

সম্প্রতি বাড়ি ছাদের উঠে তাঁরা দেখতে পেলেন হিমাচল প্রদেশের বরফে ঢাকা পাহাড়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২০ ১৫:৩৫
Share:

জলন্ধর থেকে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়। ছবি- পিটিআই।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে চলছে ২১ দিনের লকডাউন। যার জেরে রাস্তাঘাটে নেই যানবাহন। এর জেরে দেশের বিভিন্ন ব্যস্ত শহরে বায়ুদূষণের পরিমাণ এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই। এর ফলে প্রায় এক দশক পর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী থাকলেন পঞ্জাবের জলন্ধরের বাসিন্দারা। সম্প্রতি বাড়ি ছাদের উঠে তাঁরা দেখতে পেলেন হিমাচল প্রদেশের বরফে ঢাকা পাহাড়।

Advertisement

হিমাচল প্রদেশে রয়েছে ধৌলাধর মাউন্টেন রেঞ্জ। যা জলন্ধর থেকে প্রায় ২১৩ কিলোমিটার দূরে। হিমালয়ান রেঞ্জের সেই পাহাড়ের বিভিন্ন অংশ এক সময়ে দেখা যেত জলন্ধর থেকে। বায়ুদূষণের হার ব্যাপক কমে যাওয়াতেই আবার ধৌলাধর রেঞ্জ দৃশ্যমান হয়েছে।

বরফে ঢাকা সেই পর্বত দেখা যাওয়ার পরই উৎসাহী হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা। সেই ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জলন্ধরবাসীরা। সেই ভিডিয়ো শুক্রবার নিজেদের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে হিমাচল টুরিজম। দেখুন সেই সব ছবি-ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: লকডাউনের আবহে আমদাবাদের আবাসনে লাইভ পারফরম্যান্স

আরও পড়ুন: এক লাফে ৬০১ বেড়ে দেশে করোনা আক্রান্ত ২৯০২, মৃত্যু বেড়ে ৬৮

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement