Viral Video

ট্রাক থামিয়ে ড্রাইভারকে বার বার হর্ন বাজাতে বলছেন পথচারীরা! দেখুন কেন

সেই ঘটনার ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই লরির হর্ন নিয়ে মেতেছেন নেটগরিকরাও।

Advertisement

সংবাদ সংস্থা     

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০০
Share:

ট্রাকের হর্ন শুনতে আবদার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

একের পর লরি যখন হর্ন বাজিয়ে ছুটে যায়, তখন সেই আওয়াজে কান পাতা দায় হয়। বড় রাস্তার ধারে যাঁদের বাড়ি, তাঁরা বোঝেন হর্নের আওয়াজের যন্ত্রণা। কিন্তু এই ঘটনার উলটপুরাণ ঘটল মধ্যপ্রদেশের ভোপালে। সেখানকার লোকেরা একটি লরি আটকে চালককে বার বার অনুরোধ করলেন হর্ন বাজানোর জন্য। সেই ঘটনার ভি়ডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই লরির হর্ন নিয়ে মেতেছেন নেটগরিকরাও।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভোপালের রাস্তার মধ্যে লরিটিকে দাঁড় করিয়ে ঘিরে ধরে রয়েছেন এক দল লোক। লরিকে ঘিরে ধরে চালকের কাছে তাঁরা আবদার করছেন হর্ন বাজানোর জন্য। চালক হর্ন বাজালে তাঁরা বলছেন, ‘‘এক বার অউর।’’

আসলে ওই লরির হর্নের সুরে মজেই এ হেন কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। আসলে ওই হর্নে বাজছে, জনপ্রিয় হিন্দি গান ‘য়ামলা পাগলা দিওয়ানা’র সুর। তা শোনার জন্যই ওই চালকের কাছে আবদার জুড়েছিলেন ভোপালের পথচারীরা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার ছবি দিয়ে হোলির পোস্টার! অ্যান্টি রোমিও স্কোয়াডের হাতে গ্রেফতার যুবক

আরও পড়ুন: মেলানিয়ার ‘হ্যাপিনেস ক্লাসে’ খুদের নাচ মন জিতল নেটাগরিকদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement