ছাদ থেকে জল নামছে বেঙ্গালুরুর বিমানবন্দরে। ছবি: টুইটার থেকে নেওয়া।
বাসের মধ্যে জল পড়ছে, রেল স্টেশনে বৃষ্টিতে দাঁড়ানোর জায়গা নেই ভিজছেন যাত্রীরা, এ ছবি আমাদের খুব চেনা। কিন্তু তা বলে কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবে বৃষ্টির ধারা নামবে। সেই জলে ভেসে যাবে মেঝে, এ ছবি মনে হয় খুব একটা স্বাভাবিক নয়। কিন্তু এমন ছবিই ধরা পড়ল বেঙ্গালুরুর কেম্পিগৌড়া আন্তর্জাতিক এয়ারপোর্টে।
টুইটারে একটি ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরের ছাদের অন্তত দুটি জায়গা থেকে অঝোরে জল পড়ছে। আর সেই জল মেঝেতে জমছে। জমা জল সরাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বিমানবন্দরের দুই কর্মী। কিন্তু একদিকে জল নামছে, আর অন্যদিকে সেই জল সরানোর চেষ্টা চলছে, ফলে যতক্ষণ জল পড়বে সমস্যার কোনও সমাধান নেই।
ভিডিয়োটি অনুরাগ গুপ্ত নামে একজনের টুইটার হ্যান্ডল থেকে আপলোড হয়েছে। সেখানে লেখা হয়েছে ভিডিয়োটি বেঙ্গালুরু বিমান বন্দরের ডোমেস্টিক টার্মিনালের। ভিডিয়োটি পোস্ট হতেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।
আরও পড়ুুন : জঙ্গলের রাজাকে কখনও ঘাস খেতে দেখেছেন? গির অরণ্যে ঘাস খাচ্ছে সিংহ!
আরও পড়ুুন : বিপুল বকেয়া, কেটে দেওয়া হল ইমরানের অফিসের বিদ্যুত্ সংযোগ!