টুইটার থেকে নেওয়া ছবি।
বেশি খাবার খেয়ে ফেললে মাঝে মধ্যে অস্বস্তি হয়। শুধু মানুষ নয়, পশুদের মধ্যেও এমন অবস্থা দেখা যায়। এই পাইথনের অবস্থাও তেমনই হয়েছিল। এমন খাবার খেয়েছে যে, তাকে শেষ পর্যন্ত ট্র্যাক্টরে করে তুলে নিয়ে যেতে হল।
সংবাদ সংস্থা এএনআই একটি টুইট করেছে। সেখানে পাইথনটির দু’টি ছবি পোস্ট হয়েছে। দেখা যাচ্ছে, পাইথনটি তার শরীরের তুলনায় বড় কিছু একটি গিলে ফেলেছে। ফলে তার পক্ষে নড়াচড়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, ট্র্যাক্টরের উপর তোলা হয়েছে সেটিকে।
এটি উত্তর প্রদেশের রামপুর জেলায় সিহারি গ্রামের রবিবারের ঘটনা। বন দফতর জানিয়েছে, পাইথনটি একটি হরিণ বা বড় ছাগলের মতো কিছু শিকার করে খেয়ে ফেলে। কিন্তু তার পর আর সে নড়াচড়া করতে পারেনি। সাপটিকে দেখতে পেয়ে গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। তারাই সেটিকে ট্র্যাক্টরে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: শুভক্ষণে দুর্ঘটনা, চুম্বন মুহূর্তে প্রেমিকার পা মুখে লেগে নদীতে যুবক
আরও পড়ুন: স্কুল বন্ধ, লেখাপড়া নয়, দেখিয়ে দিল ঝাড়খণ্ডের গ্রাম
ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজীব কুমার জানিয়েছেন, গ্রামবাসীরা প্রথমে খুব আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু বন দফতরের কর্মীরা তাঁদের বোঝান, পাইথন বিষাক্ত নয়। ফলে এদের বিশেষ ভয় পাওয়া কিছু নেই’।
দেখুন পাইথনের সেই ছবি: