Viral Video

এই তিন খুদের পারফরম্যান্সে মাতোয়ারা নেটদুনিয়া, দেখুন ভিডিয়ো—

হাতের কাছে যা পাওয়া গিয়েছে সেগুলোকে সঙ্গী করেই ‘রকস্টার’ হওয়ার খেলায় মেতেছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৮:৩০
Share:

লাঠিকেই গিটার বানিয়ে গান করছে খুদেরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

তিন জনের বয়স তিন কি চার বছর হবে। গায়ে তাদের কোঁচকানো জামা। পায়ে জীর্ণ চটি। ইচ্ছা রকস্টার হওয়ার। গিটার বাজিয়ে গান গাওয়ার। গিটার কেনার বা তাদের গান শেখানোর সামর্থ্য তাদের পরিবারের আছে কি না জানা যায়নি। কিন্তু তা নিয়ে ভাবিত নয় ওই খুদেরা। হাতের কাছে যা পাওয়া গিয়েছে সেগুলোকে সঙ্গী করেই ‘রকস্টার’ হওয়ার খেলায় মেতেছে তারা।

Advertisement

তিন খুদের ওই ভিডিয়ো শনিবার আপলোড করা হয়েছে ‘ফিট ভারত’ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেটি। মনের আনন্দে করা তিন খুদের এই ‘কাণ্ড’ মোহিত করেছে নেটিজেনদের।

সেই ভিডিয়োতে তিন খুদেকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাদের মধ্যে এক জনের হাতে রয়েছে লাঠি। সেই লাঠিকেই গিটারের কায়দায় ধরে রয়েছে সে। লাঠি নিয়েই গিটার বাজানোর ভঙ্গি করছে সে। সঙ্গে গানও গাইছে। বাকি দু’জনও তার সঙ্গেই সুর মিলিয়ে গান গাইছে।

Advertisement

দেখুন সেই ভিডিয়ো—

তবে এই খুদেরা কোথায় থাকে? কবে ভিডিয়োটি তোলা হয়েছে সে ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement