Viral Video

দূরত্ব বজায় রেখেই লাইন মদের দোকানের বাইরে

সেই উপদেশের যথাযথ পালন দেখা গেল কেরলের এক মদের দোকানে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।  

Advertisement

সংবাদ সংস্থা 

তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২০ মার্চ ২০২০ ১৭:২৯
Share:

দূরত্ব বজায় রেখে লাইন মদের দোকানের বাইরে। ছবি টুইটার থেকে সংগৃহীত।

করোনাভাইরাস আতঙ্কে ত্রস্ত বিশ্ব। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৯৬-এ। এ দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চার জনের। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার জন্য দেশবাসীর কাছে বৃহস্পতিবার আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিশেষজ্ঞরা বলছেন, অন্যের সঙ্গে দূরত্ব বজায় রাখাই করোনা সংক্রমণ রোখার সঠিক উপায়। সেই উপদেশের যথাযথ পালন দেখা গেল কেরলের এক মদের দোকানে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

করোনা থাবা বসালেও মদ খাওয়া বন্ধ হয়নি। কিন্তু কেরলের এক মদের দোকানের বাইরের লাইনে দেখা গেল সচেতনতার ছবি। সেখানে ক্রেতারা দাঁড়িয়ে রয়েছেন লাইনে। কিন্তু প্রত্যেকে নিজেদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন। এ ভাবে দূরত্ব বজায় রেখেই একে একে মদ কিনছেন তাঁরা।

মদের দোকানের এই ঘটনা মনে ধরেছে নেটাগরিকদের। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার জন্য তাঁরা প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়েছেন সোশ্যাল মিডিয়া। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: জয়পুরে ইটালীয়ের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১৯৬: করোনা আপডেট

আরও পড়ুন: ইস্তফাই দিলেন কমল নাথ, ‘গণতন্ত্র ঘাতক’ বললেন বিজেপিকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement