Peacock

লকডাউনে রাস্তা ‘অবরোধ’ এক দল জাতীয় পাখির!

কিছু দূর এগোতেই দেখা যাচ্ছে সেই রাস্তার উপর এক দল ময়ূর। রাস্তা জুড়ে তারা খেলে বেড়াচ্ছে। তার মধ্যে কয়েকটি তো পেখম মেলেছে। আর এমন অপরূপ সুন্দর একটি দৃশ্য দেখে গাড়ি থামিয়ে দেন চালক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০২০ ২০:৩৭
Share:

প্রতীকী চিত্র।

এমনিতেই এখন অনেক রাস্তা, সৈকত বন্য পশুদের দখলে চলে গিয়েছে। এবার একটি রাস্তায় কার্যত ট্র্যাফিক জ্যাম করে দিল একদল ময়ূর। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী পরভিন কাসওয়ান রবিবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে একটি পিচের রাস্তা গিয়েছে। তাতেই একটি গাড়ি এগিয়ে চলেছে। গাড়ির ভিতর থেকে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে।

কিছু দূর এগোতেই দেখা যাচ্ছে সেই রাস্তার উপর এক দল ময়ূর। রাস্তা জুড়ে তারা খেলে বেড়াচ্ছে। তার মধ্যে কয়েকটি তো পেখম মেলেছে। আর এমন অপরূপ সুন্দর একটি দৃশ্য দেখে গাড়ি থামিয়ে দেন চালক। তবে ময়ূরগুলি গাড়িটিকে দেখতে পেয়ে তারস্বরে ডাকতে ডাকতে রাস্তা থেকে সরে যায়।

Advertisement

আরও পড়ুন: শাবককে জঙ্গলে বেঁচে থাকার পাঠ দিচ্ছে মা ভাল্লুক, নীলগিরিতে ক্যামেরাবন্দি সেই দৃশ্য

গাড়িটি এবার আস্তে আস্তে এগোতে থাকে। গাড়ি যত এগোতে থাকে, পেখম গুটিয়ে ময়ূরগুলি রাস্তা থেকে জঙ্গলের দিকে নেমে যায়। ময়ূরগুলি রাস্তা থেকে আস্তে আস্তে সরে যেতেই গাড়িটিও সেই জ্যাম কাটিয়ে এগিয়ে যায়।

আরও পড়ুন: লকডাউনের মাঝে লোকালয়ে চিতাবাঘ, আক্রমণ করে বসল ট্রাক সাফাই কর্মীকে

ভিডিয়োটি কোথায়, কবে ক্যামেরাবন্দি হয়েছে, তা উল্লেখ করেননি পরভিন। তবে এটি জনৈক বিনোদ শর্মার সৌজন্যে পেয়েছেন বলে উল্লেখ করেছেন। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আড়াই ঘণ্টাতেই ভিডিয়োটি প্রায় ১৭ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক ও শেয়ার।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement