Mumbai

লকডাউনে অভয়ারণ্য! মুম্বইয়ের রাস্তায় নাচছে ময়ূর

তার পরই রাস্তায় ময়ূর নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা  

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ১২:৫২
Share:

মুম্বইয়ের রাস্তায় চলছে ময়ূরের নাচ। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

লকডাউনের আবহে রাস্তাঘাট ফাঁকা। এই সময় দেশের বিভিন্ন শহরের ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পশুপাখি। যেমন মুম্বইয়ের রাস্তায় সম্প্রতি ঘুরতে দেখা গিয়েছে ময়ূর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন মানব মাঙ্গলানি নামের এক আলোকচিত্রী। তার পরই রাস্তায় ময়ূর নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

লকডাউনের জেরে রাস্তাঘাটে চলছে না যানবাহন। মানুষ না থাকায় ভিড়ও কম। তার জেরে কমেছে দূষণ। সে জন্যই বিভিন্ন প্রাণী ঘুরে বেড়াচ্ছে স্বচ্ছন্দে।

ফেসবুকে ময়ূরের ছবি পোস্ট করে ওই আলোকচিত্রী লিখেছেন, ‘‘ময়ূররা বেরিয়ে এসেছে এবং নাচছে মুম্বইয়ের ফাঁকা রাস্তায়। বিরল দৃশ্য।’’ সেই দৃশ্য দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটাগরিকরা।

Advertisement

Beautiful Peacocks having a field day on the streets of #babulnath in #mumbai #lockdown #mumbai #animals #india

A post shared by Manav Manglani (@manav.manglani) on

এর আগে, নয়ডার রাস্তায় দেখা মিলেছিল নীলগাইয়ের। উত্তরাখণ্ডের রাস্তায় দেখা গিয়েছিল হরিণ।

আরও পড়ুন: ২৩০০ ছাড়াল দেশের করোনা আক্রান্ত, মৃত্যু বেড়ে ৫৬

আরও পড়ুন: রবিবার রাতে আলো নিভিয়ে দেশ জুড়ে বাতি জ্বালানোর ডাক মোদীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement