প্ল্যাটফর্ম চত্বর জুড়ে গেল গেল রব উঠতেই দৌড়ে আসেন নিরাপত্তারক্ষী। ছবি: এক্স (সাবেক টুইটার)।
অসাবধনতাবশত মেট্রো লাইনে পড়ে গিয়েছিল সন্তান। সন্তানকে বাঁচাতে ফিল্মি কায়দায় মেট্রো লাইনে ঝাঁপ দিলেন মা! মৃত্যুর মুখ থেকে সন্তানকে বাঁচিয়েও আনলেন। পুণের সিভিল কোর্ট মেট্রো স্টেশনের ঘটনা। পুরো ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, মেট্রোর প্ল্যাটফর্মে দৌড়তে দৌড়তে হঠাৎ রেলের ট্র্যাকে পড়ে যায় এক নাবালক। সন্তানকে বাঁচাতে দৌড়ে এসে লাইনে ঝাঁপ দেন মা-ও। প্ল্যাটফর্ম চত্বর জুড়ে গেল গেল রব উঠতেই দৌড়ে আসেন নিরাপত্তারক্ষী। যে ট্রেনটি আসছিল, সেটিকে থামানোর জন্য জরুরি বোতাম টেপেন তিনি। মাত্র ৩০ মিটার দূরে থেমে যায় মেট্রোটি। এর পর মা এবং সন্তান, দু’জনকেই টেনে উপরে তুলে আনা হয়।
এ যাত্রায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে পুণে মেট্রোর তরফে যাত্রীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।