Viral

Viral: হনুমান-বাঁদরের আম খাওয়া দেখে সহবত শিখছেন নেটাগরিকরা

একদল হনুমান এবং বাঁদরের আম খাওয়ার দৃশ্যে মজে রয়েছেন নেটাগরিকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ২০:১৩
Share:

ভিডিয়োর সেই দৃশ্য।

লঙ্কায় আম খেয়ে আঁটি ছুড়ে এ দেশে ফেলেছিল তাদেরই পূর্বপুরুষ। সেই গল্প অনেকেরই জানা। পূর্বপুরুষের সেই ফলের প্রতি প্রেম যে উত্তরপুরুষেও একইরকম রয়েছে তা প্রমাণ করল নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একের পর এক ভিডিয়ো।

Advertisement

একদল হনুমান এবং বাঁদরের আম খাওয়ার দৃশ্যে মজে রয়েছেন নেটাগরিকরা। তবে আরও একটি বিষয় লক্ষ্য করে তাঁরা বেশ অবাক হয়েছেন। এক পেটি খাবার সামনে পেয়েও সহবত ভোলেনি হনুমানকুল। কেউ কারও হাত থেকে খাবার কেড়ে নেয়নি। বরং এক-একজন এগিয়ে এসে নিজের খাবার নিয়ে চলে গিয়েছে নিজের জায়গায়। একদল হনুমানের আম খাওয়ার সেই দৃশ্য দেখে অবাক হয়েছেন নেটাগরিকরা। তাঁদের মত, এই সহবত মানুষেরও শেখা উচিত। পছন্দের জিনিস সামনে পেলে অনেকেরই সভ্যতা ভদ্রতার মুখোশ খুলে যায়।

ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করা হয়েছিল। তাতে দেখা যাচ্ছে এক পেটি আম নিয়ে হনুমানদের খাওয়াচ্ছেন এক ব্যক্তি। তবে খাবার দেখেও ভিড় করে বা কাড়াকাড়ি করে আম খায়নি তারা। বরং অপেক্ষ করেছে। সুযোগ এলে এগিয়ে এসে হাত থেকে নিয়ে গিয়েছে ফল।

Advertisement

আরও একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে এক জায়গায় ফেলে রাখা আমের স্তূপ থেকে ইচ্ছেমতো আম তুলে নিয়ে যাচ্ছে একদল বাঁদর। বাড়ির ছাদে বসে আরেক বাঁদরের নিশ্চিন্ত আম খাওয়ার দৃশ্যও ছড়িয়েছে।

তবে এর মধ্যে প্রথম ভিডিয়োটি ছড়িয়েছে বেশি। ২ কোটি ৮০ লক্ষ মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক করেছেন ১৬ লক্ষ ব্যবহারকারী। ওই ভিডিয়োয় যে ব্যক্তি হনুমানদের আম খাওয়াচ্ছিলেন তাঁরও প্রশংসা করেছেন নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement