Odisha

ভক্তদের মাথায় পা ঠেকিয়ে আশীর্বাদ! ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কে পুরোহিত

ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই এই প্রথাকে ‘অমানবিক ও অবমাননাকর’ বলে তোপ দাগছেন নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

ভুবনেশ্বর শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ১৩:২৬
Share:

ভক্তদের মাথায় পা দিয়ে আশীর্বাদ করছেন পুরোহিত। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বিজয়া দশমীর পর থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভক্তদের মাথায়-পিঠে পা ঠেকিয়ে আশীর্বাদ করছেন একজন পুরোহিত। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই এই প্রথাকে ‘অমানবিক ও অবমাননাকর’ বলে তোপ দাগছেন নেটিজেনরা।

Advertisement

বিতর্কিত সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সার দিয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি গাড়ি। গাড়ির সামনে বসে রয়েছেন চালকরা। লাল ধুতি পরিহিত সেই পুরোহিত গিয়ে দাঁড়াচ্ছেন বসে থাকা চালকদের সামনে। তার পর নিজের পা তুলে দিচ্ছেন চালকদের মাথায়। এ ভাবেই তিনি সবাইকে দিচ্ছেন নিজের আশীর্বাদ।

জানা গিয়েছে, ভিডিয়োটি ওড়িশার খুরদা অঞ্চলে বিজয়া দশমীর দিনে তোলা হয়েছে। সে দিন বাহন পুজো হওয়ার পরই এ ভাবে আশীর্বাদ করেছেন ওই পুরোহিত। ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে নেট দুনিয়ায়। তবে পা দিয়ে আশীর্বাদ করা ওই পুরোহিত এর মধ্যে দোষের কিছু দেখছেন না। তিনি এটাকে ‘ফিট অন হেড ব্লেসিং’ বলে অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘এটা একটি প্রাচীন প্রথা। ভক্তরা নিজেদের মাথায় পা ছুঁইয়ে পাপ থেকে মুক্ত হন। এতে অপমানের কোনও বিষয় নেই।’’

Advertisement

আরও পড়ুন: কর্নাটকে মন্দিরের সামনে সাত মাথাওয়ালা সাপের খোলস উদ্ধার, ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: পৌঁছে গেলেন মোদী, চিনফিংকে রাজকীয় অভ্যর্থনার অপেক্ষায় মমল্লপুরম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement