বাচ্চাকে বাঁচাতে কাকের সঙ্গে ময়নার লড়াই। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
মানুষ হোক বা পশু-পাখি, সন্তান বিপদে পড়লে জীবন দিয়ে রক্ষা করেন মা। এই কথাই প্রমাণ করল সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে দু’টি কাকের হাত থেকে কী ভাবে নিজের ছোট্ট বাচ্চাকে রক্ষা করছে একটি ময়না।
ময়না আকারে কাকের থেকে অনেক ছোট। কিন্তু নিজের সন্তান যখন বিপদে, তখন সেই কাকের সঙ্গেই সম্মুখ সমরে নেমেছিল ময়নাটি। আক্রমণকারী কাকের দ্বারা বারবার আঘাত প্রাপ্ত হয়েও প্রতিরোধের চেষ্টা বন্ধ করেনি। এই নাছোড়বান্দা মনোভাবে শেষমেশ নিজের সন্তানকে কাকের হাত থেকে রক্ষা করতে সমর্থ হয় ময়নাটি।
ভিডিয়োর ঘটনাটি মাসখানেক আগের হলেও সম্প্রতি ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সুশান্ত নন্দা নামের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক অফিসার। তার পরই ভাইরাল হয়েছে সেটি। দেখুন কাকের হাত থেকে সন্তানকে বাঁচাতে ময়নার লড়াইয়ের সেই ভিডিয়ো-
আরও পড়ুন: ৫৬টি আসনে জয় নিশ্চিত করে, আদিত্য ঠাকরের জন্য কুর্সির আধখানা চাইছেন উদ্ধব
আরও পড়ুন: ‘রোটি’ ও ‘রাষ্ট্রবাদ’-এর লড়াইয়ে দেশভক্তির জিগির তুলেও ঢাকা পড়েনি পেটের খিদে