মানুষের দেখাদেখি এই অভ্যাস শিখে নিল বাঁদর? ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাভাইরাস অতিমারি থেকে বাঁচতে মাস্ক পরার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতে রাস্তায় বেরলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মানুষের দেখাদেখি এই অভ্যাস শিখে নিল বাঁদর? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ঘিরে এ রকমই মন্তব্য করছেন নেটাগরিকরা।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা নিজের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার শেয়ার করেছেন সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ২২ হাজার বার। সেখানে দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তার ধারে ফুটপাতে রয়েছে বেশ কয়েকটি বাঁদর। তাদের মধ্যেই একটি বাঁদর রাস্তায় পড়ে থাকা কাপড়ের টুকরো জড়িয়ে নিল মুখে। তার পর বাকিদের আশেপাশে ঘুরতে লাগল।
দেখুন সেই ভিডিয়ো—
যদিও ভিডিয়োটি নতুন নয়। বছর খানেক আগেই এই ভিডিয়োটি প্রথম এসেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু করোনাভাইরাসের আবহে এই ভিডিয়োতে বাঁদরের কার্যকলাপে নতুন ভাবে মজা খুঁজছেন নেটাগরিকরা।
আরও পড়ুন: গাঁধী পরিবারের তিন ট্রাস্টে দুর্নীতি? তদন্তে কমিটি গড়ল কেন্দ্র
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে দিনে ৩ লাখ করে সংক্রমণ বাড়বে ভারতে? দাবি গবেষণার