চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ছেন যুবক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
আমদাবাদ স্টেশন। স্টেশনে দাঁড়িয়ে থাকা দিল্লিগামী আশ্রম এক্সপ্রেস সবে চলতে শুরু করেছে। স্টেশনের ফুটব্রিজ দিয়ে নেমে এলেন এক যুবক। পিঠে তাঁর ব্যাগপ্যাক। ব্রিজের সিঁড়ি দিয়ে নেমেই ট্রেনের দিকে ছুটতে লাগলেন তিনি। ততক্ষণে ট্রেনও আস্তে আস্তে গতি বাড়াচ্ছে। ওই যুবক সেই চলন্ত ট্রেনেই ওঠার চেষ্টা করলেন। কিন্তু পারলেন না ট্রেনের কোচে উঠতে। ট্রেনের হাতল পিছলে তিনি পড়লেন চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের মধ্যে।
সে সময় প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন দু’জন আরপিএফ। যুবককে এ ভাবে পড়ে যেতে দেখে ছুটে আসে তাঁরা। টেনে হিছড়ে ওই যুবককে উদ্ধার করেন। এই গোটা ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়।
এই ঘটনার ভিডিয়ো মঙ্গলবার সকালে নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে রেল মন্ত্রক। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এই ভিডিয়ো পোস্ট করে সতর্কবার্তাও দেওয়া হয়েছে রেলের তরফে। সেখানে বলা হয়েছে, ‘আপনি যতই স্মার্ট বা সক্ষম হন, চলন্ত ট্রেন থেকে ওঠা বা নামার চেষ্টা করবেন না।’
এই দুর্ঘটনার জেরে ওই যুবকের কেমন আঘাত লেগেছে? ওই যুবকের বাড়ি কোথায় এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে কিশোরীকে গণধর্ষণ করে ভিডিয়ো তুলল দুষ্কৃতীরা