Viral

২৮ স্ত্রী, ১৩৫ সন্তান, ১২৬ নাতি-নাতনিকে সাক্ষী রেখে ৩৭ তম বিয়ে করলেন ইনি!

অতীতে, এই ব্যক্তি ৩৬ বার বিয়ে করেছেন। বর্তমানে, তাঁর স্ত্রীদের মধ্যে ২৮ জন বেঁচে আছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১১:৪৬
Share:

সংগৃহীত ছবি

রাজা বাদশাদের বহু বিবাহের সম্পর্কে গল্প, শোনা যায় বা ইতিহাসেও পড়া যায়। তবে, একবিংশ শতাব্দীতে যদি শোনা যায় কেউ ৩৭ বার বিয়ে করেছে, তবে কেমন লাগবে? তাঁর মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন উঠবে। তবে এমনটাই করেছেন এক ব্যক্তি। ৩৭ বার বিয়ে করেছেন তিনি। তাও আবার পুরো পরিবারকে সাক্ষী রেখে। পরিবার বলতে ২৮ জন স্ত্রী, ১৩৫ জন ছেলে-মেয়ে ও ১২৬ জন নাতি-নাতনি!

Advertisement

অতীতে, এই ব্যক্তি ৩৬ বার বিয়ে করেছেন। সেই কারণে তাঁর সন্তান এবং নাতি-নাতনিদের সংখ্যাটা বিশাল। বর্তমানে, তাঁর মোট স্ত্রীদের মধ্যে ২৮ জন বেঁচে আছেন এবং তাঁরা ওই ব্যক্তির সঙ্গেই থাকেন।

ওই ব্যক্তির বিয়ের ভিডিয়ো কয়েকদিন আগে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে পরিবারের সদস্যদের আনন্দ করতে দেখা যাচ্ছে। বিয়ের একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করে আইপিএস রুপিন শর্মা লিখেছেন, ‘‘সাহসী মানুষ… .. ২৮ জন স্ত্রী, ১৩৫ জন সন্তান এবং ১২৬ জন নাতি-নাতনির সামনে ৩৭তম বিয়ে করছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement