Viral Video

ঠোঁটে জ্বলা সিগারেট দিয়েই রকেট ফাটাচ্ছেন এই ব্যক্তি! ভিডিয়ো ভাইরাল

প্রচলিত পদ্ধতির বদলে অভিনব উপায়ে যদি কেউ বাজি ফাটায়, তাহলে স্বাভাবিক ভাবেই তা নিয়ে সকলের আগ্রহ তৈরি হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ ১৮:১৬
Share:

সিগারেট দিয়ে রকেট বাজি ফাটানো। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ভিন্ন ভিন্ন আতসবাজি ফাটানোর কৌশলও ভিন্ন। প্রচলিত পদ্ধতির বদলে অভিনব উপায়ে যদি কেউ বাজি ফাটায়, তাহলে স্বাভাবিক ভাবেই তা নিয়ে সকলের আগ্রহ তৈরি হয়। যেমন হয়েছে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো নিয়ে।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মধ্যবয়সী এক ব্যক্তিকে রকেট বাজি ফাটাতে। বোতলের বদলে হাতে করেই রকেট ফাটাচ্ছেন তিনি। তবে রকেটের সলতেতে আগুন দেওয়ার পদ্ধতিটি বেশ অভিনব। ওই ব্যক্তির ঠোঁটে জ্বলছে সিগারেট। বাঁ-হাতে রয়েছে বেশ কয়েকটি রকেট বাজি। ডান হাতে একটি করে রকেট বাজি নিচ্ছেন, ঠোঁট এগিয়ে দিচ্ছেন আগুন। তার পর ছেড়ে দিচ্ছেন। এ ভাবেই একের পর এক রকেট বাজি ফাটাচ্ছিলেন তিনি।

যদিও এই ঘটনাটি বছর খানেক আগের। গত বছর এই ভিডিয়ো ছড়িয়েছিল নেটদুনিয়ায়। কিন্তু এ বার দীপাবলি আসতেই বাজি ফাটানোর এই অভিনব কৌশলের ভিডিয়ো ফের ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: দীপাবলির দূষণে রাশ কলকাতা ও মুম্বইয়ে, বাজির দাপটে ‘আঁধার’ নামল দিল্লিতে

আরও পড়ুন: একসঙ্গে নয়, মহারাষ্ট্রে রাজ্যপালের সঙ্গে আলাদা ভাবে দেখা করল বিজেপি-শিবসেনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement