Madhya Pradesh

মদ-গাঁজা-চরস নয়, এই ব্যক্তির নেশা শুধু কাচ খাওয়া!

এই আইনজীবীর নেশা মদ, গাঁজা, সিগারেট বা কোনও মাদক দ্রব্যে নয়। তাঁর নেশার দ্রব্য একটাই। তা হল কাচ!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৮
Share:

নেশা যখন কাচ খাওয়া। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

মধ্যপ্রদেশের দিন্দোরিতে থাকেন দয়ারাম সাহু। তিনি পেশায় এক জন আইনজীবী। কিন্তু গত ৪০-৪৫ বছর ধরে এক অদ্ভুত নেশায় আসক্ত তিনি। তিনি জানেন, সেই নেশা তাঁর শরীরকে শেষ করে দিচ্ছে। তিনি নিজের মুখেই স্বীকার করছেন সেই কথা। কিন্তু নেশার বহর কমলেও ছাড়তে পারছেন না। তবে এই আইনজীবীর নেশা মদ, গাঁজা, সিগারেট বা কোনও মাদক দ্রব্যে নয়। তাঁর নেশার দ্রব্য একটাই। তা হল কাচ!

Advertisement

গ্লাস হোক বা বোতল— সব কাচই গত ৪০-৪৫ বছর ধরে মনের আনন্দে খেয়ে যাচ্ছেন মধ্যপ্রদেশের ওই আইনজীবী। এ বিষয়ে সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘এটাতে আমার আসক্তি হয়ে গিয়েছে। এই অভ্যাসের জেরে আমার দাঁতের ক্ষতি হচ্ছে। আমি সে জন্য খাওয়াও কমিয়েও দিয়েছি।’’

কাচ খাওয়ার নেশা তাঁকে চেপে ধরলেও, অন্যদের তিনি তা খেতে বলেন না। তাঁর কাচ খাওয়ার একটি ভিডিয়ো সম্প্রতি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ট্রে-র মধ্যে থাকা কাচের টুকরো চিবিয়ে খাচ্ছেন দয়ারাম। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: আঘাত লেগে বৃদ্ধের মাথায় গজিয়েছিল ‘ডেভিলস হর্ন’! অপারেশন করে দেওয়া হল বাদ

আরও পড়ুন: প্রথমবারেই সফল ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement