কাদা থেকে তোলা হচ্ছে বাচ্চা হাতিকে। ছবি ফেসবুক ভিডিয়োর দৃশ্য।
কথায় আছে, ‘হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে’। কিন্তু এই প্রবাদকে বুড়ো আঙুল দেখিয়ে কাদায় আটকে পড়া একটি বাচ্চা হাতিকে উদ্ধার করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল অসমের সাধারণ মানুষজন। আর কাদায় আটকে থাকা বাচ্চা হাতিকে উদ্ধারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।
সম্প্রতি অসমের নুমালিগড় এলাকায়কাদায় পা আটকে যায় একটি বাচ্চা হাতির। কাদা থেকে বেরনোর জন্য অনেক চেষ্টা করেও অসফল হয় সে। তার পর সেই বাচ্চা হাতিকে উদ্ধার করতে এগিয়ে আসে সেখানকার স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরকেও।
বন দফতরের কর্মী ও স্থানীয় বাসিন্দারা হাতে করে মাটি খুঁড়ে উদ্ধার করে ওই বাচ্চা হাতিটিকে। কাদা থেকে উদ্ধার পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল হাতিটিও। অবশেষে সবার সাহায্যে কাদা থেকে উঠে আসে সে। তার পর তাকে জঙ্গলে ছেড়ে দেয় বন দফতরের কর্মীরা।
দেখুন বাচ্চা হাতিকে উদ্ধারের সেই ভিডিয়ো-
আরও পড়ুন: জ্বর সারাতে গরম লোহার ছ্যাঁকা! মৃত্যু এক বছরের শিশুর
আরও পড়ুন: ‘শাড়ি মহিলাদের পায়ে বেড়ি পরায়’, টুইটারে এমন মন্তব্য করে ট্রোলড সাংবাদিক