শিকারকে নিয়েই গাছে উঠছে চিতাবাঘ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
গাছে উঠছে চিতাবাঘ। এ দৃশ্য প্রায়শই দেখা যায়। কিন্তু নিজের আকারের শিকারকে মুখে নিয়ে তরতরিয়ে গাছে উঠে গেল চিতাবাঘ—এমন দৃশ্য দেখেছেন কখনও? সম্প্রতি এই রকম একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান নিজের টুইটার হ্যান্ডল থেকে শনিবার শেয়ার করেছেন একটি ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন দেড় লক্ষেরও বেশি নেটাগরিক। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘অবিশ্বাস্য ওঠা। আপনি জানেন, চিতাবাঘ তার নিজের তিন গুণ ওজনের শিকার নিয়ে চলাফেরা করতে পারে। শিকার নিয়ে গাছে উঠতে পারে।’’
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, শিকার করা একটি হরিণকে মুখে করে নিয়ে গাচের তলায় এসে দাঁড়ালো চিতাবাঘটি। তার পর মৃত হরিণকে মাটিতে নামিয়ে দেখল গাছের দিকে। শিকার করা হরিণকে ফের মুখে নিয়ে সে সোজা উঠে গেল গাছে। তার পর গাছের উপরে গিয়ে আরামদায়ক জায়গায় বসল। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: করোনা আতঙ্ক: ফ্ল্যাট খালি না করলে ধর্ষণের হুমকি জুনিয়র চিকিৎসককে
আরও পড়ুন: ঘরের বসেই মাস্ক বানাচ্ছেন অনেকে, উদ্যোগের প্রশংসা নেটাগরিকদের