প্রার্থনাসভায় ললিপপ চুষছে খুদে পড়ুয়া। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
চলছে স্কুলের প্রার্থনা। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে খুদে পড়ুয়া ও শিক্ষকরা। হাত জোড় করে খুদেরা গাইছে প্রার্থনা সঙ্গীত। ‘ইতনি শক্তি হমে দেনা দাতা’ গানটি গাইছে সকলে। কিন্তু গান গাওয়ার সময় প্রার্থনাসভায় দাঁড়িয়ে একটা খুদে পড়ুয়াকে দেখা যাচ্ছে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে। তবে সে গান গাইছে না। যদিও তার হাত জোড় করা। সেই জোড়ের মধ্যে রয়েছে একটি ললিপপ। সবাই যখন গান গাইতে ব্যস্ত, তখন সে জোড় হাতে ধরে থাকা ললিপপ মুখে ভরে চুষছে।
৩০ সেকেন্ডের এই ভিডিয়োটি বুধবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। সেই ভিডিয়ো শেয়ার করে সকলের ছোটবেলার দুষ্টুমির ঘটনা মনে করাতে চেয়েছেন তিনি।
সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখা হয়েছে এক লক্ষ ৭৫ হাজার বার। সেই ভিডিয়ো দেখে মজাদার মন্তব্য করেছেন নেটিজেনরা। এক টুইটার ইউজার আবার মজা করে সহবাগকে জিজ্ঞাসা করেছেন, ‘‘আপনিও ছোটবেলায় স্কুলে এ রকম করতেন?’’ দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: পোহা খাওয়া মানেই বাংলাদেশি! কৈলাসের মন্তব্যে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন: সোনমের উদ্যোগে মিলে মিশে এক হয়ে গেলেন রবীন্দ্রনাথ ও ফৈজ আহমেদ ফৈজ
তবে বাচ্চাটির নাম কী? কোন স্কুলে ঘটেছে এই ঘটনা? কবে ঘটেছে? এ সব কোনও তথ্য জানা সম্ভব হয়নি।