Viral video

জামিয়া মিলিয়ার বিক্ষোভকারীরা মনে করিয়ে দিলেন হংকংয়ের কথা

বিক্ষোভ চলার সময়ই একটি অ্যাম্বুল্যান্স ওই রাস্তায় আসে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা রাস্তা থেকে দু’ ধারে সরে গিয়ে তাকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:০৭
Share:

রাস্তা করে দেওয়া হচ্ছে অ্যাম্বুল্যান্সকে। ছবি: টুইটার থেকে নেওয়া।

জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়ারা মনে করিয়ে দিল হংকংয়ের বিক্ষোভ প্রতিবাদের কথা। সেখানে দেখা গিয়েছিল বিক্ষোভকারীরা একটি অ্যাম্বুল্যান্সকে ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে দিচ্ছেন। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর এবার দিল্লিতে একই রকম একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

দিল্লিতে একটি রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির পড়ুয়ারা। রাস্তায় যান চলাচল যাতে বিঘ্নিত না হয়, বিশেষ করে অ্যাম্বুল্যান্সের পথ যাতে কোনও ভাবেই আটকে না পড়ে সেদিকে নজর রাখেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ চলার সময়ই একটি অ্যাম্বুল্যান্স ওই রাস্তায় আসে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা রাস্তা থেকে দু’ ধারে সরে গিয়ে তাকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন।

Advertisement

আরও পড়ুন: অফিসে ‘ফাঁকি’ দিতে টয়লেটে ঝিমুনির দিন শেষ, আসছে এই নতুন কমোড

ভিডিয়োটি কামরান সাহিদ নামে এক ইউজারের টুইটার হ্যান্ডলে ১৭ ডিসেম্বর ভিডিয়োটি পোস্ট হয়েছে। এটি ১৬ তারিখের ঘটনা বলে জানা গিয়েছে। ১০ সেকেন্ডের ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ১০ হাজার বার দেখা হয়েছে। এক হাজারের বেশি লাইক পড়েছে।

আরও পড়ুন: আজও সমুদ্রের গভীরে ঘুরে বেড়াচ্ছে ২৬৮ বছরের কোনও তিমি

দেখুন সেই ভিডিয়ো:

হংকংয়ে প্রতিবাদের মাঝে অ্যাম্বুল্যান্সকে জায়গা করে দেওয়ার ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement