Assault

মহিলাদের আত্মরক্ষায় স্বনির্ভর করতে পেপার স্প্রে বানানো শেখালেন মহিলা আইপিএস

তাই রাস্তাঘাটে অসভ্য ব্যক্তিদের হাত থেকে মহিলারা নিজেদের যাতে নিজেদের রক্ষা করতে পারেন সে জন্য উদ্যোগী হলেন এক মহিলা আইপিএস অফিসার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ১৯:৩৫
Share:

পিপার স্প্রে বানানো শেখাচ্ছেন আইপিএস অফিসার। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

একবিংশ শতাব্দীর ডিজিটাল মিডিয়ার যুগে বাস করছি আমরা। কিন্তু এই যুগেও রাস্তাঘাটে, ট্রেনে-বাসে, কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা প্রায়শই প্রশ্নের মুখে পড়ে। খুন, ধর্ষণের পাশাপাশি বিভিন্ন বয়সী মহিলাদের শ্লীলতাহানি ও লাঞ্ছনার খবর নিয়ে উত্তাল হয় নেটদুনিয়া। তাই রাস্তাঘাটে অসভ্য ব্যক্তিদের হাত থেকে মহিলারা নিজেদের যাতে নিজেদের রক্ষা করতে পারেন সে জন্য উদ্যোগী হলেন এক মহিলা আইপিএস অফিসার।

Advertisement

হেনস্থাকারী ব্যক্তির হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে কলেজ ছাত্রী ও কমবয়সীদের নিজেদের অফিসে ডেকেছিলেন তিনি। সেখানে তিনি তাঁদের শেখালেন কী ভাবে নিজের হাতে তৈরি করা যায় চিলি পেপার স্প্রে। ঘটনাটি বেশ কয়েকদিন আগের হলেও, চিলি পেপার স্প্রে তৈরির সেই ভিডিয়ো সম্প্রতি ফের ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

দিল্লির মেট্রোতে সম্প্রতি এক ব্যক্তি মহিলাকে হেনস্থা করার চেষ্টা করেন। সে দিনের সেই ঘটনার কথা টুইটারের মাধ্যমে জানিয়েছিলেন তিনি। তার পরই সেই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল নেট দুনিয়া। তার পরই আত্মরক্ষার জন্য মহিলাদের স্বনির্ভর করতে পেপার স্প্রে বানানোর ভিডিয়োটি ভাইরাল হয়েছে।

Advertisement

বাজারে পেপার স্প্রের দাম অনেকটাই বেশি। তাই সকলের পক্ষে সেটি কেনা সম্ভব নয়। তাই মহিলারা যাতে নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিজেই করতে পারে, সে জন্যই এই ব্যবস্থা।

আরও পড়ুন: কুর্তার ভিতর ঢুকে আছে সাপ, তবুও ঘুমোচ্ছেন ব্যক্তি! তার পর…

এর আগে তেলঙ্গানার এক ট্রাফিক পুলিশের গান ভাইরাল হয়েছিল। যুব সমাজকে অপরাধ জগত থেকে দূরে থাকার আহ্বান জানানো স্বরচিত সেই গানের ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।

আরও পড়ুন: টিকটক মাতাচ্ছে হর্ন চ্যালেজ্ঞ! জানেন এটা কী?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement