কর্নাটকের রাস্তায় বাইসন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
লকডাউনের জেরে ঘরবন্দি দেশবাসী। মানুষ ঘরে থাকায় ফাঁকা রাস্তাঘাট। শহরের সেই ফাঁকা রাস্তাঘাটে দেখা মিলছে বিভিন্ন বন্যপ্রাণীর। সম্প্রতি কেরলের কোঝিকোড়ের রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল একটি কিভেটকে। এ বার কর্নাটকের রাস্তায় দেখা মিলল বাইসনের।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। যা ইতিমধ্যেই দেখেছেন প্রায় দশ হাজার টুইটার ইউজার। সেই ভিডিয়োতে রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে একটি বাইসনকে। ফাঁকা রাস্তায় আপন মনে ঘুরে বেড়াচ্ছে সে। জানা গিয়েছে, কর্নাটকের চিকমাগালুর জেলার এক জনপদের রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে তাকে।
আট সেকেন্ডের সেই ভিডিয়ো আপলোড করে নন্দা লিখেছেন, ‘‘ভারতীয় বাইসন রাস্তায় হাঁটতে বেরিয়েছে। এরা খুব আক্রমণাত্মক। তবে বাজারে এদের দেখা মেলে না তেমন।’’ দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: মদ ভেবে স্যানিটাইজার খেয়ে কেরলে মৃত্যু বন্দির
আরও পড়ুন: করোনা আপডেট: দেশে আক্রান্ত বেড়ে ৭২৪, নতুন আক্রান্ত ৩০, মৃত বেড়ে ১৮