Viral Video

নতুন ধরনের বন্ধুত্বে মজল নেটদুনিয়া!

এই দু’জনের বন্ধুত্ব দেখেই মন গলেছে নেটাগরিকদের। তাদের বন্ধুত্বের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৫:১৬
Share:

কুকুরের পিঠে বানর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নতুন বন্ধু জোড় খুঁজে পেল নেটদুনিয়া। ‌একটি বাচ্চা বানর ও একটি কুকুর। এই দু’জনের বন্ধুত্ব দেখেই মন গলেছে নেটাগরিকদের। তাদের বন্ধুত্বের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। তা দেখে সকলে তাদের তুলনা করছেন ‘দ্য লায়ন কিং’ অ্যানিমেটেড কার্টুনের মানিকজোড় টিমন ও পুম্বা-র সঙ্গে।

Advertisement

কুকুর ও বানরের ওই ভিডিয়োটি সোমবার শেয়ার করেছেন মহেশ নায়েক নামের এক টুইটার ব্যবহারকারী। সেই ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, ‘‘সকলকে সুপ্রভাত। ভালবাসার ভাষা সবাই বোঝে।’’

৪৫ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কালো কুকুরের পিঠে বসে আছে বানর ছানাটি। কুকুরের পিঠে বসেই পাউরুটি খাচ্ছে সে। খেতে খেতে পিঠ থেকে মাটিতে নেমে পড়ল সে। কিন্তু পালিয়ে গেল না। কুকুরটি যে দিকে যাচ্ছে, বানরটিও পিছু পিছু যাচ্ছে সেখানেই। তার পর আবার উঠে পড়ল পিঠে। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে দুর্ঘটনা! সেতু থেকে নীচে পড়ে গেলেন পুলিশকর্মী

আরও পড়ুন: পড়ুয়াদের পেটাচ্ছে পুলিশ, ভাঙছে সিসি ক্যামেরা, সামনে এল জামিয়ার আরও একটি ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement