গাড়ির সামনেই খেলা করছে চার বাঘ। ছবি: টুইটার থেকে নেওয়া।
বাঘের সংখ্যা বাড়ছে। তিনটি বাঘের বাচ্চা ও তাদের মায়ের ভিডিয়ো পোস্ট করে এমনই দাবি করলেন এক ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী। ভিডিয়োতে দেখা যাচ্ছে চারটি বাঘ কেমন হেড লাইটের আলোয় রাস্তায় হেঁটে চলেছে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা রবিবার ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে একটি রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ি। হেডলাইটের আলোয় দেখা গেল চারটি বাঘ সেই রাস্তা দিয়েই তাদের সামনে হেঁটে যাচ্ছে। বাঘ গুলিকে দেখতে পেয়েই গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়।
গাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছেন। একজনকে বলতে শোনা যাচ্ছে, এভাবে আস্তে আস্তে এগোলে বাঘগুলির কাছে পৌঁছে যাব আমরা। তখন বাঘগুলি গাড়ির চারদিকে চলে আসতে পারে। তাই গাড়ির কাচ তুলে রাখুন।
আরও পড়ুন: ঘর পুড়ছে আগুনে, দমকল কর্মীর পাশে দাঁড়িয়ে দেখছে কোয়ালা
ভিডিয়োতে বাঘগুলিকে গাড়ির কাছে আসতে না দেখা গেলেও তারা গাড়ি ও মানুষের উপস্থিতেও বিশেষ ভীত নয়। রাস্তার উপরেই তারা দুলকি চালে হেঁটে চলেছে। নিজেদের মধ্যে খেলার ছলে লড়াই করছে। একটি বাঘতো আবার রাস্তার ধারে জমে থাকা জলে একটু গা ভিজিয়ে নিল।
আরও পড়ুন: ‘আপনার লজ্জা হওয়া উচিত’, প্রজ্ঞা ঠাকুরকে তোপ যাত্রীর, ভাইরাল ভিডিয়ো
মানুষের উপস্থিতি টের পেয়েও জঙ্গলের কোনও বাঘকে এভাবে নির্লিপ্ত ভাবে ঘুরে বেড়াতে খুব কম দেখা গিয়েছে। ভিডিয়োটি কোথায় কবে রেকর্ড হয়েছে জানাননি সুশান্ত। ইতিমধ্যেই ভিডিয়োটি প্রায় ১৪ হাজার বার দেখা হয়েছে।
দেখুন সেই ভিডিয়ো: